Tech NewsPC HelpTech Tips & Tricks

Infinix Hot 10 Lite লঞ্চ হল যেসব ফিচার নিয়ে

Infinix Hot 10 Lite বের করার আগে পাকিস্তানে উন্মোচন করা হয় Infinix Hot 10 .

ইনফিনিক্সের নিউ ডিভাইস Infinix Hot 10 যেটি পরিচালিত হচ্ছে MediaTek Helio G70 নিয়ে যা কিনা হট ৯ এর Helio A25 ফিচার থেকে বেটার সার্ভিস দিবে বলে ধরে নেওয়া হচ্ছে । এর ঠিক ১ সপ্তাহ পর তারা কেনিয়ায় লঞ্চ করল Hot 10 Lite যার দাম ধরা হয়েছে মাত্র ১০,৫০০ কেনিয়ান মুদ্রায় যা কিনা মাত্র ৯৭ ডলারের মত । এমনকি ঘানা ও নাইজেরিয়ায় ও Infinix Hot 10 Lite পাওয়া যাবে ৫৯৯ ঘানাইয়ান মুদ্রা এবং ৪৫,৪০০ নাইজেরিয়ান মুদ্রায় ।

Infinix Hot 10 Lite

Infinix Hot 10 Lite এর স্পেসিফিকেশন

চিপসেট হিসেবে এটিতে থাকছে মিডিয়াটেকের হেলিও এ২০ যেটি পাওয়া যাবে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ নিয়ে মাইক্রোএসডি কার্ড দিয়ে যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে । এটির সাথে রেয়ারে থাকছে ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা নিয়ে যাতে কিনা এলইডি ফ্ল্যাশ ও রয়েছে । সেলফি ক্যাম হিসেবে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা । মজার জিনিস ডাবল ফ্ল্যাশ আছে এটির সেলফি ক্যামেরাতেও । ফোনটির ফিংগারপ্রিন্ট সেন্সর আছে ফোনটির ব্যাকে । এছাড়া গ্রাভিটি সেন্সর , লাইট সেন্সর , প্রক্সেমিটি সেন্সর , ৩.৫ হেডফোন জ্যাক , ৪জি , ওয়াইফাই ৫ , ব্লুটুথ ৫.০ , এন্ড্রোয়েড গো এডিশন এবং ৫,০০০ mAh ব্যাটারি যা কিনা 10W চার্জ সাপোর্ট করে ।

আরও পড়ুনঃ LG K71 বাজারে আসছে যেসব ফিচার নিয়ে

এক নজরে দেখে নিন এর Key Features:

  • Chipset: MediaTek Helio A20
  • Display: 6.6 inches,720*1600 pixels
  • Battery: 5000 mAh
  • OS: Android 10 Go Edition
  • Storage: 32 GB
  • Primary Camera: 13 MP
  • Secondary Camera: 8 MP
  • Port: MICRO USB 5PIN
  • Bluetooth: 5.0
  • Network: 2G,3G,4G
  • Ram: 2 GB
  • Fingerprint Sensor
  • Face Unlock
  • DTS Audio Processing

কেমন লাগল ফোনটি আপনার কাছে? জানিয়ে দিন কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুদের সাথে ।

Related Articles

Back to top button