Tech NewsGamingPC HelpTech Tips & Tricks

Infinix Zero 8 যেসব ফিচারস অফার করছে

চাইনিজ ব্র্যান্ড ইনফিনিক্স ১ম বারের মত 90Hz এর স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে যেটির নাম দেওয়া হয়েছে Infinix Zero 8 । মিড রেঞ্জের এই ফোনটিতে তারা অফার করছে ৬৪ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা , ৪৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আরো চমকপ্রদ অফার ।

Infinix Zero 8 এর স্পেসিফিকেশন এবং ফিচারঃ

ইনফিনিক্স জিরো ৮ তে রয়েছে বিশাল আইপিএস এলসিডি প্যানেল যুক্ত ৬.৮৫ ইঞ্চি বিশাল ডিসপ্লে । ফুল এইচডি প্লাস রেজুলেশন, ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং ১৮০ হার্জ টাচ স্যাম্পিলিং রেট । এটির অন্যতম প্রধান ফিচারের মধ্যে আছে ৪৮ মেগাপিক্সেল মেইন সেলফি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা যার সাথে আছে ই আই এস । মেইন সেলফি ক্যামেরা দিয়ে ৪কে ভিডিও ও রেকর্ড করা যাবে যেটির পারফর্মেন্স লো লাইটেও বেশ ভাল ।

Infinix Zero 8

ফোনটির ব্যাক ক্যামেরায় আছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা যেটি হচ্ছে Sony IMX686 প্রাইমারি লেন্স । এটি দিয়েও ব্যবহারকারী ৪কে ভিডিও রেকর্ড করতে পারবে । আরো আছে ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স , ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের লো লাইট ক্যামেরা ।

মিডিয়াটেকের Helio G90T ব্যবহার করা হয়েছে ইনফিনিক্সের এই ফোনে । তাছাড়া আরো আছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবির বিশাল ইন্টার্নাল স্টোরেজ । এছাড়া মাইক্রো এসডি কার্ড স্লট ও আছে এটিতে ।

আরও পড়ুনঃ Infinix Note 7 লঞ্চ হয়েছে গেমিং চিপসেট G70 নিয়ে!

ব্যাটারি হিসেবে থাকছে ৪,৫০০ mAh ব্যাটারি । ফোনটি সাপোর্ট করবে 33W এর র‍্যাপিড চার্জিং অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে ইনফিনিক্স এক্স ওএস ৭ যা কিনা এন্ড্রোয়েড ১০ ওএস এর বেইজড করে তৈরি করা । আরো অন্যান্য ফিচার হিসেবে রয়েছে এফ এম রেডিও, ফিংগারপ্রিন্ট সেন্সর , ফেইস আনলক , ইউএসবি টাইপ সি এবং ৩.৫ মিমি অডিও জ্যাক ।

Infinix Zero 8 এর দাম

যদিও ফোনটি বাংলাদেশের বাজারে এখনো অফিসিয়ালি আসে নি তাই দাম সম্পর্কে আগাম বলা যাচ্ছে না ।

এক নজরে দেখে নিন এর Key Features

  • Chipset: Mediatek MT6785 Helio G90T (12 nm)
  • Display: 6.85 inches IPS LCD capacitive touchscreen
  • Battery: Li-Po 4500 mAh, non-removable
  • OS: Android 10
  • Storage: 128GB
  • Primary Camera: 64 MP, f/1.9, (wide), 1/1.73″, 0.8µm, PDAF , 8 MP, f/2.3, (ultrawide), 1/4.0″, 1.12µm , 2 MP, f/2.4, (depth) , 2 MP, f/2.4, (depth)
  • Secondary Camera: 48 MP, f/2.2, (wide), 1/2.0″, 0.8µm , 8 MP, f/2.2, (ultrawide), 1/4.0″, 1.12µm
  • Port: USB Type-C 2.0, USB On-The-Go
  • Bluetooth: 5.0, A2DP, LE
  • Network: GSM / HSPA / LTE
  • Ram: 8GB RAM
  • Face Unlock
  • Fingerprint Sensor

কেমন লাগল ফোনটি আপনার কাছে? বাংলাদেশে আসলে কি এটা আপনি কিনবেন? জানিয়ে দিন কমেন্টে এবং শেয়ার করুন বন্ধুদের সাথে ।

আরও পড়ুনঃ Instagram এর নিরাপত্তা দুর্বলতা

Related Articles

Back to top button