PC HelpTech NewsTech Tips & Tricks
Trending

Xiaomi Mi 10T Series লঞ্চ হবে 15 October! Excited ?

শাওমি এর বহুল প্রতিক্ষিত mi 10T সিরিজের স্মার্টফোন গত সপ্তাহে জার্মানির বাজারে লঞ্চ করা হয়। এর মধ্যে রয়েছে Mi 10T, Mi 10T Pro এবং Mi 10T Lite. এবার ভারতেও Xiaomi Mi 10T সিরিজটি লঞ্চ করার তারিখ নিশ্চিত করা হয়েছে।

Xiaomi India এর ম্যানেজিং ডিরেক্টর Manu Kumar Jain এক অফিসিয়াল টুইট বার্তায় Xiaomi Mi 10T সিরিজের স্মার্ট ফোন বাজারে ছাড়ার তারিখ ঘোষনা দেন। তিনি বলেন আগামী ১৫ অক্টোবর ভারতের বাজারে ছাড়া হবে mi 10T. তিনি আরও বলেন আগামী ১০ দিনের মধ্যে Xiaomi Mi 10T ও Mi 10T Pro চলে আসবে।

তাহলে ধারণা করা যেতেই পারে যে, OnePlus Nord এর প্রতিদ্বন্দ্বী Mi 10T Lite এখনই আসছে না, এটি Poco এর ব্যানারে রি-ব্রান্ড হিসেবে দেখা যেতে পারে নভেম্বরের দিকে।

Xiaomi Mi 10T – উল্লেখযোগ্য ফিচারসঃ

Mi 10T এবং Mi 10T Pro তে দেয়া হয়েছে 144Hz এর IPS ডিসপ্লে এবং ব্যবহার করা হয়েছে AdaptiveSync Technology. এগুলোতে দেয়া হয়েছে ১০৮ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা।

  • Display: 6.67 Inch Full HD+ TrueColor IPS Display.
  • Refresh Rate: 144Hz Refresh Rate
  • Display Aspect Ratio: 20:9 Aspect Ratio; 2340 x 1080 pixels Resolution.
  • Front / Selfie Camera: 20MP – Punch-hole cot-out.
  • Rear Camera: 64MP (Mi 10T) and 108MP with OIS (Mi 10T Pro).
  • Other Camera or Sensors: 13MP Ultra-wide and 5MP macro camera.
  • Flash: Rectangular LED flash.
  • Fingerprint Scanner: Side Mounted.
  • Chipset: Flagship Snapdragon 865 SoC
  • RAM and Storage: Up to 8GB LPDDR5 RAM; up to 256GB UFS 2.1 Storage.
  • Battery and Charger: 5,000mAh with 33W fast-charging facility.
  • OS and UI: Android 10 with MIUI 12.

আরও পড়ুনঃ POCO C3 আসছে ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা নিয়ে !

Xiaomi Mi 10T Series এর মূল্যঃ

ভারতের বাজারে এই সিরিজটি শুরু হবে ৪৩,০০০ রুপিতে। যেহেতু ভারতীয় ৪৩,০০০ রুপিতে এরকম ফ্লাগশিপ লেভেল এর ফিচারস অফার করছে, তাই আশা করাই যায় যে এই সিরিজটি ভালো সাড়া ফেলবে।


বাংলাদেশের বাজারে আসলে এর দাম কত পারে বলে ধারণা করছেন?

Via
Beebom

Related Articles

Back to top button