Tech NewsGamingOthersPC Help

Realme Q2 সিরিজ লঞ্চ হচ্ছে অফিসিয়ালি !

চাইনিজ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড রিয়েলমি অবশেষে ঘোষণা দিয়ে তাদের আপকামিং Realme Q2 সিরিজ অফিসিয়াল লঞ্চ করার তারিখ জানিয়ে দিল ।

গতবছর Realme 5 Pro এর আদলে Realme Q বের করে বেশ ভালোই সফলতা পেয়েছে চীনা এই ব্র্যান্ডটি । এছাড়া এইবার Realme 7 and Realme 7 Pro এর আদলে তারা নিয়ে আসবে Realme Q2 ও Realme Q2 Pro এমনটাই জানা গেছে যদিও বিষয়টি গোপনীয় । রিয়েলমি ৭ সিরিজের ৪জি সিলিকন কে আপগ্রেড করে এবার আপকামিং এই ২ টি ফোন হয়ত আসবে ৫জি চিপসেটে । রিয়েলমি Q2 এ থাকছে MediaTek Dimensity 720 এবং রিয়েলমি Q2 Pro তে থাকবে MediaTek Dimensity 800U ।

রিয়েলমি Q2 Pro এ থাকছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা যার সাথে আছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড , ২ মেগাপিক্সেল মাইক্রো এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর । অপরদিকে রিয়েলমি Q2 তে আছে ৪৮ মেগাপিক্সেল (ওয়াইড) , ৮ মেগাপিক্সেল (আল্ট্রা ওয়াইড) , ২ মেগাপিক্সেল (ডেপথ) থ্রিপল ক্যামেরা সেটাপ । মজার বিষয় হচ্ছে দুটোতেই থাকছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা । উপরের তথ্য অনুযায়ীর সাথে ৬০Hz সুপার এমোলেড ডিসপ্লে এবং ৬৫W ফাস্ট চার্জ সাপোর্টেড থাকছে রিয়েলমি Q2 Pro তে । অপরদিকে রিয়েলমি Q2 তে থাকবে ৩০W ফাস্ট চার্জ সাপোর্টেড এবং ৯০Hz এলসিডি প্যানেল ডিসপ্লে ।

আরও পড়ুনঃ Infinity Scroll বন্ধ করবেন যেভাবে!

Related Articles

Back to top button