GamingPhotographyTech News

250 GB Storage? Free তে জেনে নিন Call of Duty: Black Ops Cold War সম্পর্কে !

Call of Duty: Black Ops Cold War গেইমটি আধুনিক যুগের একটি গেইম আর আধুনিক যুগে এসে ভিডিও গেইম নির্মাতারা নিজেদের ডেভেলপ করা গেইমগুলোকে নিয়ে যাচ্ছে বাস্তবতার সাথে মিলিয়ে যতটা সম্ভব রিয়েলিস্টিক করে তুলতে । এক প্রকার প্রতিযোগিতাই শুরু হয়েছে বটে । আর এর জন্য ডেভেলপারদের লাগছে প্রচুর ডাটা যার কারণে স্টোরেজের পরিমাণ ও দিন দিন বেড়েই যাচ্ছে যা কিনা আগের ভার্সনগুলোর থেকেও অনেক বেশিই

এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখেই একটি চমৎকার ঘোষণা এসেছে যা হচ্ছে “Call of Duty: Black Ops Cold War” গেইমটা ২৫০ জিবি এসএসডি এর একটি পিসির পুরো স্টোরেজ ফুল করতে সক্ষম ।

যতই দিন যাচ্ছে ততই Call of Duty series এর রিলিজ তারিখ ঘনিয়ে আসছে । এর মধ্যেই গেইমটির পাবলিশার জানান,

যে বা যারা এই গেইমটি ৪কে ম্যাক্স সেটিংসে খেলতে চায় তাদের নূন্যতম ২৫০ জিবি স্টোরেজ ফ্রি করে তারপর খেলতে হবে ।

তাই আশা করা যায় যদি কেউ আপনারা গেইমটা খেলতে চান তারা Call of Duty পাবলিশারের কথা শোনার পর বলা যায় সবকিছু ডিলিট করে এই গেইম খেলার জন্য প্রস্তুত থাকতে পারেন ।

আরও পড়ুনঃ অ্যাপ মার্কেটিং এর খুঁটিনাটি – Invest your 10 Minutes and Get free Tips on ASO !

তবুও আপনি যদি মাল্টিপ্লেয়ার মোডে খেলতে চান সেক্ষেত্রে মাত্র ৫০ জিবি স্টোরেজেই গেইমটার স্বাদ নিতে পারবেন ।

স্টোরেজের পাশাপাশি আরো জানা যায় যে গেইমটি ৪কে আল্ট্রা সেটিংসে খেলার জন্য ল্যাটেস্ট Nvidia RTX 3080 গ্রাফিক্স কার্ডের প্রয়োজন পড়বে । কিন্তু আপনার যদি বাজেট কম থাকে তাহলে Nvidia GTX 970 বা সমতূল্য কোন গ্রাফিক্স কার্ড লাগিয়েও খেলা যাবে এই গেইমটি ।

তাছাড়া Intel Core i5-2500K বা মোটামোটি এই মাপের সিপিউ এবং ১২ জিবি র‍্যামের দরকার পড়বে । আর মাল্টিপ্লেয়ারে খেলতে হলে (আল্ট্রা লো সেটিংস) GTX 670, ৮ জিবি র‍্যাম এবং Intel Core i3-4340 প্রসেসরের দরকার পড়বে ।

যদিও এগুলা সব হচ্ছে স্পেস্কস রিকুয়ারমেন্টস তাই এখন দেখার বিষয় হচ্ছে আসলে ঠিক কতটুক জায়গা দখল করতে পারে গেইমটি । আমার নিজস্ব মতামত হচ্ছে কন্সোল ভার্সনে এত বিশাল জায়গা এটি নিবে না ।

বলে রাখা ভাল , নভেম্বর মাসের ১৩ তারিখ রিলিজ পেতে যাচ্ছে The Call of Duty: Black Ops Cold War গেইমটি ।

Related Articles

Back to top button