GamingPC HelpTech NewsTech Tips & Tricks

217 টি নতুন Emoji পাওয়া যাবে 2021 সালে, Excited ?

সারা বিশ্বে যেই প্রতিষ্ঠানটি Emoji তৈরি করেন, নাম Unicode Consortium, তারা Emoji Version 14 নিয়ে আসার কথা বলেছিলেন। কিন্তু দেরিতে হলেও তারা নতুন ঘোষনা দিয়ে জানিয়েছেন, নতুন আপডেট হবে 13.1 নামে এবং এতে নতুন Emoji যুক্ত হবে 200 এর অধিক!

নতুন এই Emoji গুলো হয়তো তৈরি করা হয়েছে আমাদের নিত্য দিনের নিত্য নতুন আবেগ বা অনুভুতি বর্ণনা করার জন্যে! নতুন Emoji গুলোর মধ্যে উল্লেখযোগ্য গুলো হচ্ছে, “Face in the cloud – মেঘের আড়ালে মুখ লুকানো”, “Face exhaling – নাক-মুখ দিয়ে শ্বাসত্যাগ করা (অনেকটা হাফ ছেড়ে বাঁচার মত বলা যেতে পারে)”, “Face with spiral eyes – কোনো কিছু দেখে চোখ ঘুরানো”, “Heart on fire – আগুনের মধ্যে হৃদয় (সোজা বাংলায় ‘বুকে আগুন জ্বলে বুঝাতে)” – সহ আরও অনেক গুলোই আছে।

আরও পড়ুনঃ এন্ড্রোয়েডের নতুন Malware Alien!

সবগুলো নতুন Emoji সুন্দর, এর মধ্যে অনেক গুলোই আমাদের বর্তমান কঠিন সময় পার করার অনুভুতি বোঝায়।

Unicode Consortium নতুন Emoji এর পাশাপাশি এর পরবর্তী আপডেট গুলোর একটা টাইম লাইনও প্রকাশ করেছে।

নতুন Emoji
Credit: Beebom
অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী নতুন Emoji ভার্সন ১৩.১ ২০২১ সালে পাওয়া যাবে। এর মধ্যে বেশিরভাগই ভার্সন ১৪ তে রিলিজ দেয়া হবে।

বৈশ্বিক এই মহামারী তে অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়া আর মানুষ মৃত্যুর খবর শোনার পর নিজেদের ঘরে বন্দি করে রেখে বন্ধু – বান্ধবের সাথে Emoji আদান প্রদান কিংবা মনের ভাব প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই।

সুতরাং, ইমোজি প্রেমিকদের নতুন এই ২১৭ টি Emoji ভালো লাগবে বলে আশা করা যেতেই পারে।

Source
Verge

Related Articles

Back to top button