Tech NewsGadgetsGamingTech Tips & Tricks

লিক হয়েছে Nokia 3.4 এর সম্ভাব্য স্পেক!

HMD Global এবছর তাদের Nokia বাজেট স্মার্ট ফোন বাজারে নিয়ে আসতে বেশ দেরি করছে। তবে আশার কথা হচ্ছে তারা আমাদের জন্য কিছু খুশির খবর নিয়ে এসেছে। বাজারে আসার অপেক্ষায় থাকা Nokia 3.4 এর সম্ভাব্য কিছু স্পেক লিক হয়েছে।

যদিও এর বাজারে আসার দিন তারিখ কিংবা মূল্য সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি এখনো।

NOKIA 3.4 সম্পর্কে যেসব তথ্য পাওয়া গিয়েছেঃ 

লিক হওয়া Nokia 3.4 এর ছবিতে শুধু এর পেছন দিকটি দেখা যাচ্ছে যেখানে রয়েছে গোলাকৃতি ক্যামেরা মডিউল। ক্যামেরা সেটাপটিতে দেখা যাচ্ছে ৩ টি ক্যামেরা ও ১টি LED Flash রয়েছে। সর্বশেষ লিক হওয়া ছবিতে দেখা যায় একটি ১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, যথাক্রমে ৫ ও ২ মেগাপিক্সেলের ২টি ক্যামেরা রয়েছে। তবে এতে কোন সেন্সর ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে এ দুটি যথাক্রমে ম্যাক্র ও Depth Sensor হতে পারে।

তবে পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে তা নিশ্চিত। লিক হওয়া তথ্য থেকে আরও ধারণা করা হচ্ছে যে, এতে থাকবে ৬.৫ ইঞ্চ এর HD+ resolution এর 20:9 aspect ratio এর ডিসপ্লে। NokiaPowerUser এর মতে এতে থাকবে ৮ মেগাপিক্সেল এর পাঞ্চ হোল কাট-আউট সেলফি ক্যামেরা।

Nokia 3.4 এ কিছুটা আপগ্রেডেট চিপসেট ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে। এতে থাকছে Snapdragon 429 চিপসেট।
আরও পড়ুনঃ লঞ্চ হয়েছে Redmi Smart Band 5! যেসব নতুন ফিচার থাকছে এতে

স্টোরেজ হিসেবে এতে থাকছে ৩২জিবি জায়গা, তবে এর ৬৪ জিবি ভ্যারিয়েন্টও বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।র‍্যাম হিসেবে ৩জিবি ও ৪জিবি ভ্যারিয়েন্ট এবং ব্যাটারি থাকছে 4000 mAh. স্টোক অ্যান্ড্রোয়েড হিসেবে এতে থাকবে Android 10.

Nokia আশা করছে এবছর সেপ্টেম্বার – অক্টোবর এর মাঝামাঝি সময়ে এটি বাজারে আনবে। এটি Blue, purple ও Gray কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

বাংলাদেশের বাজারে কেমন হতে পারে এর দাম? কমেন্ট করে জানাতে পারেন আমাদের।

Related Articles

Back to top button