Tech NewsGamingPC Help

2020 তে এসে Huawei বাংলাদেশে কমিয়ে দিল তাদের স্মার্টফোনের ব্যবসা।

বাংলাদেশে নিজের ব্যবসার প্রসার কমিয়ে দিয়েছে শেনজেন ভিত্তিক মোবাইল নির্মাতা ব্র‍্যান্ড Huawei । এই সপ্তাহের শুরুতেই এমন ঘোষণা দিয়েছে কোম্পানিটি। যার শুরু হয়েছে ডিভিশনে থাকা ৮ জনের ৭ জনকে ছাটাই করার মাধ্যমে।

Huawei

ছাটাইকরা কর্মকর্তারা সরাসরি স্মার্টফোন এবং অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসের সুপার ভাইসর হিসেবে বাংলাদেশে তাদের হেডকোয়াটার্সে নিযুক্ত ছিলেন। একজন অবশিষ্ট কর্মকর্তাই এখন সারা দেশে Huawei এই ব্যবসার সমন্বয় ঘটাবেন বলে জানা গেছে। এই ধরনের কার্যক্রম শুরু হয়েছে গত বছরের নভেম্বর মাস থেকে। যখন থেকে কোম্পানিটি মার্কেটিং এবং বিভিন্ন ব্যবসায়িক অপারেশন চালাচ্ছিল ঠিক তখন থেকেই ছাটাইয়ের কাজ শুরু করে কোম্পানিটি।

আরও পড়ুনঃ 217 টি নতুন Emoji পাওয়া যাবে 2021 সালে, Excited ?

অপরদিকে কিছু কর্মকর্তাকে প্রোমোশন এবং বাকিদের একটি চুক্তির আওতায় আনা হয়েছে। ছাটাই এর বিষয়ে প্রশ্ন করা হয়েছে বিষয়টি এড়িয়ে যান সেলস ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন।

আরো জানা যায় যে অপারেশন এবং ব্র‍্যান্ডিং এর কাজ এখন সরাসরি মালয়েশিয়া থেকে নিয়ন্ত্রণ করা হবে। নিরাশ করার কথা এই যে, হুয়াওয়ের অফিসিয়াল কোম্পানি থেকেও এই বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের কারণেই এই ধরণের পদক্ষেপ নিচ্ছে চাইনিজ কোম্পানিটি।

নিউজ শুনে কি আপনি হতাশ? জানিয়ে দিন কমেন্টে এবং শেয়ার করুন বন্ধুদের সাথে।

Related Articles

Back to top button