PC HelpSoftwareTech NewsTech Tips & Tricks

Ninite – এক ক্লিকে ডাউনলোড করুন অনেক গুলো সফটওয়্যার।

Ninite কি?

Ninite হচ্ছে সহজ একটি সার্ভিস যা দিয়ে একজন ব্যবহারকারী অতি সহজেই কোন রকম ঝামেলা ছাড়া তার প্রয়োজনীয় একাধিক সফটওয়্যার একসাথে ইন্সটল করিয়ে নিতে পারবে।

একাধিক সফটওয়্যার নিজে থেকে বারবার ডাউনলোড এর ঝামেলাকে এড়াতেই Ninite সহজভাবে প্রথমে ব্যবহারকারীর কাছ থেকে প্রয়োজনীয় সফটওয়্যার(যেগুলো ব্যবহারকারী সিলেক্ট করবে) পছন্দ করে সেই অনুযায়ী ইন্সটল করে দিবে একবার চুস করার মাধ্যমেই। ব্যবহারকারীকে বারবার একটি একটি করে ইন্সটল এর কষ্টও নিতে হবে না।

আপনি কেনো Ninite ইউজ করবেন?

আমরা অনেকেই বিভিন্ন প্রয়োজনে নানারকম সফটওয়্যার ইন্সটল করে থাকি। যেমন ভয়েস এবং ভিডিও কলের জন্য Skype বা WhatsApp, এন্টিভাইরাস সিকিউরিটি পারপাসের জন্য Malwarebytes বা Avast অথবা অন্য আরো সফটওয়্যার। এছাড়া ইন্টারনেট ব্রাউজার হিসেবে ক্রোম কিংবা ফায়ারফক্স। সাধারণত প্রতিটি ইন্সটলের জন্য আমরা একাধিক বার একেক জায়গায় গিয়ে ইন্সটল করিয়ে থাকি। বারবার ইন্সটল এর ঝামেলা নিতে হয়। যা কিনা জটিল হওয়ার পাশাপাশি সময় ও সাপেক্ষ ব্যাপার ও বটে। এই অসুবিধাকে দূর করার জন্যই আপনি চাইলে Ninite ব্যবহার করতে পারেন।

প্রতিটি অ্যাপলিকেশন ই তাদের স্ব স্ব অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড হয় পাশাপাশি এক ক্লিকেই সবগুলা ইন্সটল হয়ে যায়। ইন্সটলের সময় কোন ধরনের অ্যাডওয়ার(Adware) আসলে সেটিকে বাদ দেওয়ার কাজ ও সেড়ে ফেলে Ninite.

কিভাবে Ninite ব্যবহার করবেন?

এই টুলটি দিয়ে আপনার প্রয়োজনীয় অ্যাপলিকেশন এক ক্লিকেই নামিয়ে নিতে পারবেন।

১। প্রথমেই আপনি তাদের অফিসিয়াল সাইটে যাবেন। ওয়েবসাইট লিংক: https://ninite.com

২। হোমপেজ ক্রল করে সবকিছু দেখে নিন।

৩। সেখান থেকে আপনার প্রয়োজনীয় অ্যাপ সিলেক্ট করুন।

৪। সিলেক্ট করার পর Get Your Ninite এ চাপ দিন।

এরপর অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। বাকি কাজ Ninite একাই করবে। ব্যবহারকারীকে আর কোন কষ্ট করতে হবে না।

আপনার কাছে কিভাবে Ninite ব্যবহার করবেন তা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে দেখে নিন এই ভিডিওটিঃ How to use Ninite

Ninite ব্যবহারের সুবিধা কি?

  • অটোমেটিক সিলেক্টকৃত ফাইল ইন্সটল হয়ে যাবে ডিফল্ট লোকেশনে।
  • কোন প্রকার অ্যাডওয়ার (Adware) ইন্সটল হবে না।
  • অটোমেটিক ৩২ বিট কিংবা ৬৪ বিট বের করতে পারে এই টুলটি। তাই ব্যবহারকারীকে আলাদা করে ৩২ বিট বা ৬৪ বিট অনুযায়ী কষ্ট করে ফাইল সিলেক্ট করা লাগবে না।
  • অটোমেটিক কম্পিউটারের ভাষায় ফাইলগুলো ইন্সটল হয়ে যাবে।
  • প্রতিটি অ্যাপলিকেশনের লেটেস্ট ভার্সন যুক্ত করা টুলটিতে। তাই আলাদা করে আবার আপডেট করা লাগবে না।
  • যেসকল অ্যাপলিকেশন অলরেডি ব্যবহারকারীর ডিভাইসে রয়েছে সেটি অটোমেটিক ইগ্নোর করবে যদি না সেটা আপডেটেড টা না হয়। আপডেটেড হলে ২য় বার ইন্সটল নিবে না আর আপডেটেড না হলে আপডেট হয়ে যাবে ফাইল সিলেক্ট করলে।
  • সহজ এবং সিম্পল ভাবে ব্যবহারকারী ব্যবহার করতে পারবে।

আরও পড়ুনঃ Infinix Hot 10 লঞ্চ হল Helio G70 চিপসেট নিয়ে

Related Articles

Back to top button