Tech NewsGamingSoftwareTech Tips & Tricks

লঞ্চ হয়েছে Redmi Smart Band 5! যেসব নতুন ফিচার থাকছে এতে

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Redmi Smart Band 5!  ১৪ দিনের ব্যাটারি লাইফ এবং ইউএসবি চার্জিং সহ ভারতে মাত্র ১৫৯৯ রুপিতে বাজারে ছেড়েছে এই স্মার্ট ব্যান্ডটি।

এই বছরের প্রথম স্মার্ট ব্যান্ড হিসেবে শাওমি ইন্ডিয়া  Redmi Smart Band 5 বাজারে ছেড়েছে।  এটি পাওয়া যাচ্ছে মাত্র ১৫৯৯ ভারতীয় রুপিতে (যা প্রায় ২২ মার্কিন ডলার সমতুল্য) এবং এটি পাওয়া যাচ্ছে ৯ সেপ্টেম্বর দুপুর ১ টা থেকে শাওমির অনলাইন স্টোর mi.com এ।

Redmi Smart Band 5 – এর ফিচার সমূহঃ

Redmi Smart Band 5 কিংবা Redmi Band 5 যেই নামেই বলুন না কেনো এটিতে থাকছে ১.০৮ ইঞ্চি ১৬ বিট কালার টিএফটি এলসিডি প্যানেল, সাথে ১২৮*২০০ পিক্সেল এবং টাচ ইনপুট সাপোর্ট। এই স্ক্রিনে ম্যাক্সিমাম ব্রাইটনেস রেট রাখা হয়েছে ২০০ নিটস যা তাদের আগের Mi Smart Band 4 এর ৪০০ নিটস থেকে কম।

Redmi Band 5

তা সত্ত্বেও এটির মূল্য অনেকটা মানানসই কারণ তাদের Redmi Branded Fitness Tracker এর মূল্য অনেক কম Mi এর ফ্ল্যাগশিপ ফিটনেস ট্র‍্যাকার গুলোর থেকে। যদিও Redmi Smart Band 5 – এ কিছু স্পেস্ক এর ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে  যেমন, e axis gyroscope এবং কম পাওয়ারের ব্যাটারি যা মাত্র 130 mAh (Mi Band 4 এর 135 mAh এর তুলনায় কিছুটা কম) যদিও শাওমি দাবি করছে  এটি ১৪ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে।

আবার অন্যদিকে এর কিছু এক্সট্রা সুবিধাও রয়েছে। শাওমির এই Smart Band টি এই লো-বাজেটেও আপনাকে অফার করছে ডিরেক্ট উএসবি। কিন্তু এটিতে ৬ এটিএম পানিরোধে সক্ষম এবং 3 axis এক্সেলেরোমিটার সাথে পিপিপি হার্ট রেট সেন্সর যুক্ত রয়েছে।

এটিতে আরো যুক্ত র‍য়েছে ২৪*৭ হার্ট রেট মনিটরিং এর সুবিধা, গান প্লেব্যাক করাও যাবে Redmi Smart Band 5 দিয়ে। এছাড়া অ্যাপ এর নোটিফিকেশন কিংবা ফোন কল এলার্ট বা ৫ ধরনের স্পোর্টস মোড সাথে এলার্ম, আবহাওয়া,ঘুম ট্র‍্যাকার, ফোন লোকেটর,রিমাইন্ডার এলার্ট সহ আরো অনেক অজানা ফিচারস।

এই ট্র‍্যাকার এর বডি বানানো হয়েছে পলিকারবোনেট দিয়ে এবং এর ওজন হচ্ছে মাত্র ১৩ গ্রাম। এটি পাওয়া যাবে ব্ল্যাক থিমেরো প্লাস্টিক পলি ইউরেথিন রিস্ট ব্যান্ড হিসাবে যদিও এটি নীল,কমলা,সবুজ এবং কালো রঙ এ পাওয়া যাবে।

সবশেষে বলা যায়, শাওমির এই Smart Band আপনাকে ব্লুটুথ ৫.০ এর ফিচার দিচ্ছে যেটা দিয়ে আপনি অনায়াসেই স্মার্টফোনের সাথে কানেক্ট করতে পারবেন শাতোমি Wear App দিয়ে। অ্যাপটি পাওয়া যাবে প্লে স্টোরে এবং আই ও এস এর জন্য শাওমি Wear Lite অ্যাপ এ।

আরও পড়ুনঃ PUBG Mobile Banned in India! নিষেধাজ্ঞা দূর করতে চায় পাবজি

বন্ধুদের সাথে  নিউজটি শেয়ার করে জানিয়ে দিন।

Related Articles

Back to top button