Tech NewsGadgetsGamingPC HelpSoftware

Poco X3, বিশ্বের প্রথম Snapdragon 732G চিপসেট যুক্ত স্মার্টফোন!

অবশেষে Poco তাদের নিজস্ব স্মার্টফোন Poco X3 ভারতের বাজারে নিয়ে আসলো। বিগত ৬ মাস যাবত পোকো শাওমি এর রি-ব্র্যান্ড হিসেবে পরিচালিত হয়ে এসে আজ তাদের নিজেদের তৈরিকৃত প্রথম স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে। Poco X2 এর উত্তরসূরি হিসেবে Poco X3 ভারতের বাজারে এসেছে । এটি এই বছরের শুরুর দিকে Redmi K30 4G নামে বাজারজাত করা হয়েছিলো। Poco X3 হচ্ছে বিশ্বের প্রথম Snapdragon 732G চিপসেট যুক্ত স্মার্টফোন যাতে আরও সব দুর্দান্ত ফিচার রয়েছে।

এর প্রধান যে ফিচার গুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, 120Hz Display, 64 Mega Pixel Quad-camera setup এবং বিশালাকার ব্যাটারি সাথে ফাস্ট-চার্জ সুবিধা!

Poco X3
Specs of POCO X3 NFC – techhaunt.com

চলুন জেনে নেয়া যাক Poco X3 এর আরও বিস্তারিত ফিচারস সমূহ!

Poco X3 এর দামঃ 

Poco X3 তাদের 6/64 GB ভ্যারিয়েন্ট এর জন্য মূল্য নির্ধারণ করেছে 19,900 INR (Indian Rupee). অন্যদিকে 6/128 GB ভ্যারিয়েন্ট এর মূল্য নির্ধারণ করেছে 23,350 INR(Indian Rupee).

২টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে Poco X3, Cobalt Blue and Shadow Gray. 

Poco X3 এর ফিচারস ও স্পেসিফিকেশন্সঃ 

ডিজাইনের বেলা Poco X3 এর পেছনে Race Track এর মতো লম্বা স্ট্রাইপ রয়েছে। এর মধ্যে রয়েছে বিশালাকার POCO এর লোগো। এবারে ক্যামেরা সেটাপটি DSLR ক্যামেরার ডিজাইন অনুসারে করেছে Poco. এতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যা ডাবল ক্লিকে পাওয়ার বাটন হিসেবে কাজ করবে।

ডিসপ্লে হিসেবে এতে থাকছে 6.67-inch Full-HD+ IPS LCD panel. সাথে থাকছে 120 Hz High Refresh Rate ও 240 Hz টাচ রেসপন্স রেট। এই ফোনটিতে ছবি দেখার সময় 50 Hz, 60 Hz ও 120 Hz এর মধ্যে প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয় ভাবে রিফ্রেশ রেট সেট করার জন্য একটি সুইচ থাকবে। 20:9 aspect ratio ও 2400 x 1800 resolution এর এই ডিস্প্লেটিতে 20MP এর পাঞ্চহোল ক্যামেরা কাট-আউট থাকছে।

শুরুতেই বলা হয়েছে চিপসেট হিসেবে এতে থাকছে Snapdragon 732G, যা বিশ্বের এই প্রথম! RAM থাকছে 6GB LPDDR4x এবং বিল্ট-ইন স্টোরেজ হিসেবে UFS 2.1 এর 256GB পর্যন্ত । Poco X3 চলছে MIUI 12, সাথে রয়েছে Poco Launcher. ফোনটিকে ঠান্ডা রাখার জন্য এতে থাকছে আপডেটেড টেকনোলোজি LiquidCool 1.0 Plus.

Poco-x3-camera-setup
Camera Setup of brand new Poco X3

প্রাইমেরি ক্যামেরা হিসেবে এতে থাকছে 64MP Quad-core camera, সাথে সেন্সর হিসেবে থাকছে Sony IMX682 sensor. 13MP Ultra-wide-angle ক্যামেরা থাকছে যা দিয়ে 119 ° degree পর্যন্ত এরিয়া কাভার করা যাবে। 2MP এর যথাক্রমে Depth SensorMacro Camera ও থাকছে এতে। নতুন night filters সহ এটি Pro mode সাপোর্ট করে।

Poco X3, Xiaomi এর বাজেট ফোন গুলোর মতোই বিশালাকার ব্যাটারি নিয়ে বাজারে এসেছে। এতে থাকছে 5160mAh ব্যাটারি। এটি 33W Fast-charging সাপোর্ট করে। ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে এবং IP53 রেটিং নিয়ে পোকো তাদের এই X3 ফোনটিকে স্প্লাশ প্রুফ হিসেবে দাবি করেছে।

এক নজরে এর Key Features গুলো দেখে নেয়া যাকঃ

  • Chipset: Snapdragon 732G.
  • Display: 6.67 Inch Full-HD IPS LCD, 20:9 aspect ratio, 2400×1800 resolution, 120Hz High Refresh Rate.
  • Touch Response Rate: 240Hz
  • Battery: 5160mAh with 33W Fast-charger.
  • LiquidCool Technology 1.0 plus.
  • OS: Android 10 comes with MIUI 12 and Poco Launcher.
  • Storage: UFS 2.1 256Gb (up-to).
  • Camera: 64MP Primary, Sony IMX682 Sensor. 13MP Ultra-wide, 2MP depth sensor and 2MP Macro.
  • Camera supports: Pro mode, night filters and many more.
  • Port: USB-C and 3.5mm headphone jack.
  • Bluetooth: Version 5.0
  • Network: GPRS, 3G, 4G and 5G, WiFi 802.11 ax (wi-Fi 6).
  • Speaker: Dual Sterio.
  • Water Proof: IP53 rating.

Poco X3 ফোনটির স্পেক ও ফিচারস দেখে মনে হয়েছে এটি একটি Value for money স্মারটফোন। এটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ আসবে তা জানা যায়নি এখনো। এর বেইজ ভেরিয়েন্ট এর মূলয় কত হবে বলে আপনি আশা করছেন? Comment করে জানাতে পারেন আমাদের।
নিউজটি শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন।

আরও পড়ুনঃ POCO M2,পোকো বাজারে নিয়ে এলো তাদের মিডরেঞ্জ বাজেটের নতুন ফোন!

Source
Beebom

Related Articles

Back to top button