GamingPhotographySoftwareTech NewsTech Tips & Tricks

Huawei Nova 7 SE , বাজারে আসছে-নতুন-রূপে

হ্যা ঠিক শুনেছেন ! এই বছরের এপ্রিলে Huawei ঘোষণা দিয়েই মার্কেটে নিয়ে আসছে তাদের হট কেক Huawei Nova 7 SE । এটির পাশাপাশি বাজার দখলে এসেছে আরো দুইটি স্মার্টফোন Nova 7 and Nova 7 Pro । কোম্পানিটি অনেকটা ঢাকঢোল পিটিয়েই নিয়ে আসছে Huawei Nova 7 SE এর নিউ ভার্সন । এই খবরের সাথে আরো জানা যায় এটির প্রধান আকর্ষণই হচ্ছে Dimensity 800U chipset টি । এমনটাই জানিয়েছে চাইনিজ এই টেক জায়ান্ট কোম্পানি হুয়াওয়ে।

Huawei Nova 7 SE Crush
নতুন রূপে আসছে হুয়াওয়ের Nova 7 SE – techhaunt.com

চাইনিজ এই কোম্পানিটি আরো উন্মোচন করে Huawei Nova 7 SE তে থ্যাকছে কিছু আকর্ষণীয় পরিবর্তন । যদিও এটিতে থাকছে আগের ভার্সনের ডাইমেনশন,স্ক্রিন এবং ক্যামেরা । পূর্বের Nova 7 SE পরিচালিত হচ্ছে Kirin 820 চিপসেট দিয়ে কিন্তু নিউ ভার্সনে আর থাকছে নাহ এটি । নতুন Dimensity 800U chipset টি থাকবে নিউ ভার্সনটিতে । আর খুশির খবর হচ্ছে পুরাতন ভার্সন থেকে নিউ ভার্সন টির মূল্য কিছুটা কম ই হবে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে ।

আর ও পড়ুনঃ Infinity Scroll বন্ধ করবেন যেভাবে !

এক নজরে দেখে নেওয়া যাক Huawei Nova 7 SE ফিচার এন্ড স্পেসিফিকেশন্সঃ-

  • Display:- 6.5-inch LTPS IPS LCD display, 1080 x 2400 pixels resolution, ~405ppi
  • Chipset:- Dimensity 800U
  • Battery:- 4,000mAh battery that supports 40W fast charging
  • Dimensions:- 162.3 x 75 x 8.6mm
  • Side-mounted fingerprint scanner
  • Face unlock
  • OS:- EMIUI 10.1 based Android 10 OS
  • Storage:- 128GB/256GB
  • Front Camera:- 16-megapixel front-facing camera
  • Rear Camera:- 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel quad-camera system
  • Port:- USB Type-C, USB On-The-Go
  • Weight: 189g
  • Bluetooth:- Version 5.1, A2DP, LE
  • Network:- 5G, 4G LTE, HSPA+,WiFi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot

শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদেরকেও ! 

Related Articles

Back to top button