Tech NewsGadgets

Realme M1 Sonic Electric Toothbrush. Should you buy?

Realme M1 Sonic Tuthbrush রিয়েলমি এর পরিবারে নতুন সংযোজন। ভারতে ইতোমধ্যে লঞ্চ হয়েছে Realme M1 Sonic Tuthbrush টি।

ইলেকট্রিক টুথব্রাশ এর বাজার গত ৫ বছরে বিশ্বজুড়ে ভালোই বৃদ্ধি পেয়েছে, তবে সাম্প্রতিক সময়ে ভারত – বাংলাদেশ এর মতো দেশ গুলোতে এর জনপ্রিয়তা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এর কারণ, ইলেকট্রিক টুথব্রাশ এর নিজস্ব কিছু সুবিধা রয়েছে। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে, তাহলে এটি আরও বেশি কার্যকর, কারণ ডাক্তারগণ বাচ্চাদের মুখের বা দাঁতের যত্নের ব্যাপারে বেশি সজাগ থাকার পরামর্শ দিয়ে থাকেন।

Realme M1 Sonic Electric Toothbrush – এর ফিচারস এবং মূল্যঃ

Realme M1 Sonic Electric Toothbrush – এর বক্সের ভেতরে যা থাকছেঃ

  • একটি ব্রাশ হ্যান্ডেল (Brush Handle)
  • Realme M1 Sonic Electric Toothbrush Head (২টি), সাথে Protective Cover.
  • Wireless Charging Dock – একটি।
  • ইউজার ম্যানুয়াল ও ওয়ারেন্টি কার্ড।

Realme M1 Sonic এর ডিজাইন ও বিল্ড কয়ালিটিঃ

M1 Electric Tuthbrush এর রয়েছে বেশ মিনিমালিস্টিক ডিজাইন। এর দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে, একটি সাদা ও আরেকটি ব্লু বা নীল রং। এর হ্যান্ডেল্টি প্রায় ১০০ গ্রাম ওজনের এবং ব্রাশ হেড বা ব্রাশের মাথাগুলো একেকটি প্রায় ৪ গ্রাম মাত্র।

এতে একটি মাত্র বাটন দেয়া হয়েছে যার দ্বারা বিভিন্ন কন্ট্রোল মুডে ব্যবহার করা যাবে। এই বাটনে থাকছে একটি সাদা LED লাইট। আরও থাকছে সবুজ রঙের ব্যাটারি ইন্ডিকেটর, যার মাধ্যমে চার্জ কতটুকু রয়েছে তা পর্যবেক্ষণ করা যাবে।

Realme M1 Sonic Electric Toothbrush

৩.৫ মি.মি. চিকন ব্রাশের মাথা দুটি মোডে ব্যবহার করা যাবে, একটি রেগুলার আরেকটি সেনসিটিভ মোড। এগুলো প্রায় ১০ ডিগ্রী পর্যন্ত ঘুড়তে পারে এবং Realme দাবী করছে ৯৯.৯৯ শতাংশ ব্যাক্টেরিয়া ধ্বংস করতে পারে। Realme যদিও প্রকাশ করেনি একেকটি ব্রাশ হেড বা ব্রাশের মাথা পরিবর্তন করতে কতো খরচ পড়বে।

ব্রাশটি পরিষ্কার করার ক্ষেত্রে কোনো প্রকার ভয় নেই আপনার, কারণ এতে দেয়া আছে IPX7 Rating, অর্থাৎ এটি পানিরোধী। এটি ১ মিটার গভীর পানিতে নিমজ্জিত অবস্থায় ৩০ মিনিট পর্যন্ত থাকতে পারে। তবে এটি ডাস্ট রেজিস্টেন্ট বা ধুলো-বালি রোধী নয়।

Realme দাবী করছে, প্রতিদিন ৫ মিনিট করে ব্যবহার করলে এটি ১০ বছর পর্যন্ত টিকে থাকবে। সাথে ১ বছরের Warranty তো থাকছেই।

এতে এমন কোনো সেন্সর দেয়া হয়নি যেটি দিয়ে আপনি পরিমাপ করতে পারবেন আপনার দাঁতে কতটুকু চাপ দিচ্ছেন কিংবা এই ব্রাশ কতটুকু চাপ সহ্য করতে সক্ষম।

Realme M1 Sonic Electric Toothbrush – এর ব্যাটারিঃ

এটি ফুল চার্জ হতে প্রায় সাড়ে চার ঘন্টা (4.5 hrs) সময় নেয়। তবে এটি আপনাকে খুব ঘন ঘন চার্জ দেয়ার প্রয়োজন পড়বেনা। কারণ আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন আপনার ব্রাশে চার্জ নেই, মাত্র ৫ মিনিটের চার্জ আপনাকে আগামী দুইদিন ব্যবহার করার মতো ব্যাকআপ দিতে সক্ষম (কম্পানির ভাষ্যমতে)।

মূলত কতক্ষন ব্যাকআপ পাবেন তা নির্ভর করবে আপনি কোন মোডে এটি ব্যবহার করবেন। যেমন-

  • Soft mode – 360 minutes.
  • Cleaning mode – 215 minutes.
  • Whitening mode – 165 minutes.
  • Polishing mode – 220 minutes.

Realme M1 Sonic Electric Toothbrush এর সুবিধা – অসুবিধাঃ

সুবিধাঃ

  • মনোরম ডিজাইন।
  • মানসম্পন্ন ব্রাশ হেড।
  • দীর্ঘস্থায়ী ব্যাটারি।

অসুবিধাঃ

  • কোনো ধরনের app সাপোর্ট নেই। সব কিছু ম্যানুয়ালি পর্যবেক্ষণ করতে হবে।

বিস্তারিত জানার পর আপনার কি মনে হলো? আপনার কি কেনা উচিৎ? কমেন্ট করে জানাতে পারেন আপনার চিন্তা-ভাবনা।

Related Articles

Check Also
Close
Back to top button