OthersTech Tips & Tricks

5টি উপকারী ওয়েবসাইট যেগুলো আপনার জানা উচিৎ! | 5 Useful Websites You Should Know About

আমরা সাধারণত ইন্টারনেট আর ওয়েবসাইট বলতে বুঝি ফেইসবুক আর ইউটিউব, কিন্তু আসোলেই কি তাই? আমাদের এই ধারণা থেকে বেরিয়ে আসা উচিৎ বলে আমি মনে করি। আমাদের অজানা হাজারো ওয়েবসাইট রয়েছে যেগুলো দিয়ে চমৎকার সব কাজ করা যায় যেগুলো আমরা কখনো কল্পনাও করিনা।

তেমনি ৫টি উপকারী ওয়েবসাইট এর তালিকা ও তাদের ব্যাপারে বিস্তারিত ধারণা দিতে এই লেখা।

১। WETRANSFER | wetransfer.com

আমরা সাধারণত বড় ধরনের ফাইল ইন্টারনেটে আদান প্রদান এর ক্ষেত্রে ইমেইল বা ক্লাউড স্টোরেজ এর জন্য গুগোল এর Drive ব্যবহার করে থাকি। কিন্তু কিছু ক্ষেত্রে ড্রাইভ ব্যবহার করা একটু কঠিন হয়ে পরে। আপনার জি-মেইল একাউন্ট খোলা, লগইন করা ইত্যাদি মোটামুটি ঝামেলা থেকেই যায়। এই ঝামেলার বড় সমাধান হতে পারে একটি চমৎকার উপকারী ওয়েবসাইট wetrasnfer.com! এই ওয়েবসাইটের মাধ্যমে নিরাপদে সর্বচ্চো দুই গিগাবাইট (2GB) পর্যন্ত ফাইল পাঠাতে পারেবন। এর আগে আপনি চাইলে আরও সহজে FireFox Send এর মাধ্যমে পাঠাতে পারতেন, কিন্তু malware attack এর কারনে এই সেবাটি বন্ধ করে দিয়েছে ফায়ারফক্স কর্তৃপক্ষ। চাইলে পড়তে পারেন বন্ধ হওয়ার কারণ এখানে ক্লিক করে


২। VirusTotal | vairustotal.com

৫টি উপকারী ওয়েবসাইট

আমার খুবই প্রিয় এবং কাজের একটি ওয়েবসাইট এটি। আপনি যদি এই পোস্ট টি পড়ে থাকেন, তাহলে আজকে থেকে আপনারও এই ওয়েবসাইটটি প্রিয় হয়ে যাবে বলে আশা করছি। আপনাকে যখন কেউ কোনো লিংক পাঠায় এবং বলে যে এটাতে ডাউনলোড করলে এইটা হবে বা ঐটা হবে, তখন সরাসরি কাউকে বিশ্বাস করবেন না। আপনি আগে চেক করে নিবেন লিংকটি কি কাজের নাকি ভেজাল আছে কোনো।

এছাড়াও আপনি কোথাও থেকে কোনো কিছু ডাউনলোড করতে চাচ্ছেন, কিন্তু ঐ লিংকটিতে প্রবেশ করলে কোনো ক্ষতি হবে কি না তাও চেক করতে পারবেন।
আবার আপনার ডাউনলোড করা কোনো সফটওয়্যার কিংবা মোবাইল apps ভাইরাস যুক্ত কি না তাও চেক করতে পারবেন! এর জন্য শুধু মাত্র https://virustotal.com/gui এ যাবেন, কোনো লিংক চেক করতে চাইলে URL এর ঘরে বসাবেন, আর কোনো ফাইল চেক করতে চাইলে File এর ঘরে গিয়ে আপলোড করে চেক করতে পারবনে। খুবই উপকারী ওয়েবসাইট এটি।


৩। Ambient Mixer | ambient-mixer.com

মনে করুন আপনি অফিসে কিংবা বাসায় বসে কাজ করতে করতে বিরক্ত হয়ে গিয়েছেন। কিংবা ধরুন আপনি একা রুমে বসে বই পড়ছেন, একঘেয়েমি লাগছে। এমন সময় যদি মৃদু বৃষ্টির শব্দ হয় আর আপনি বই পড়েন, তাহলে কিন্তু মন্দ হয়না! এর জন্য আপনাকে যেতে হবে ambient-mixer.com – এ, এবং ওখানে ছবি দেখে দেখে আপনাকে বেছে নিতে হবে আপনি কেমন মিউজিক শুনতে চাচ্ছেন। যেমন ধরুন রাতের অন্ধকার সাথে হালকা নদীর পানির শব্দ! মজার ব্যাপার হচ্ছে তাদের android app ও রয়েছে। একবার ট্রাই করেই দেখুন!


৪। Super Logout | superlogout.com

ধরুন কোথাও কোনো কাজে গিয়েছেন, এমন সময় আপনার পিসিতে বসা একান্ত জরুরী, কিন্তু সাথে আপনার পিসি নেই, তখন আপনাকে বাধ্য হয়ে অন্য কারো পিসিতে বসতে হবে। আবার আপনাকে সেই পিসি তে আপনার বিভিন্ন একাউন্টে লগ ইন করতে হতেই পারে। আপনি তাড়াহুড়োয় সব একাউন্ট লগ আউট করার সময় না পেলে, superlogout.com হতে পারে আপনার উপকারী ওয়েবসাইট! এই ওয়েবসাইটের বিশেষত্ব হলো, যেই ব্রাউজার দিয়ে আপনি এই ওয়েবসাইটে ভিজিট করবেন, ঐ ব্রাউজারে লগ ইন করা সকল ওয়েবসাইট থেকে লগ আউট হয়ে যাবে। আপনাকে লিস্ট দেখাবে যেসব ওয়েবসাইট থেকে আপনি লগ আউট করেছেন ঐ ওয়েবসাইটের সাহায্যে! খুবই উপকারী ওয়েবসাইট এটি।


৫। Online Converter | online-convert.com

উপকারী ওয়েবসাইট

ছবিটি দেখে কি বুঝলেন? এর চেয়ে বেশি কিছু দরকার আছে কনভার্ট করার? যদি আর না থাকে তাহলে এটিই হতে পারে আপনার জন্য বেস্ট সল্যুশন! যা লাগবে সবই কনভার্ট করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে!


সম্মানিত পাঠক, এই ৫টি ওয়েবসাইটের কোনো না কোনোটি তো আপনার কাজে আসবেই বলে আশা করছি। যদি আমাদের এই লেখাটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিতে পারেন, তাদেরও কিছুটা উপকার হতো তাহলে।

এই সিরিজটি ধারাবাহীকভাবে প্রকাশিত হতে থাকবে। সাথেই থাকুন

Related Articles

Back to top button