PC HelpSoftwareTech NewsTech Tips & Tricks

5টি বাজে অভ্যাস আপনার কম্পিউটারকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে!

পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। বিশেষ করে প্রযুক্তি পণ্যসমূহ তো নয়ই। তবে কিছু বিশেষ যত্নের ফলে আপনার কম্পিউটার বা ল্যাপটপ দীর্ঘদিন আপনাকে সেবা দিতে পারে। আপনার ল্যাপটপ যদি ধারনার চেয়ে বহু আগেই নষ্ট হতে থাকে বা পারফরমেন্স খারাপ হতে থাকে, তাহলে বুঝতে হবে কিছু বাজে অভ্যাসের কারনেই এমনটি হচ্ছে।

আজকে আমরা এমনই ৫টি বাজে অভ্যাস নিয়ে আলোচনা করবো যেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি, এবং এগুলোর থেকে পরিত্রাণের উপায় নিয়েও আলোচনা করা হবে।

১। ল্যাপটপ বিছানায় রাখার বাজে অভ্যাসঃ

অতিরিক্ত গরম হওয়া ল্যাপটপের প্রধান শত্রু। যদি আপনার ল্যাপটপটি অতিরিক্ত গরম হতে থাকে, তাহলে প্রসেসর তখন তাপমাত্রা সঠিক রাখার জন্য ল্যাপটপের গতি কমিয়ে দেয়। দীর্ঘক্ষণ ধরে অতিরিক্ত গরম হতে থাকলে আপনার ল্যাপটপ এর প্রসেসর, ফ্যান এবং ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে। ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাজে অভ্যাস হচ্ছে এটিকে আমরা প্রায়ই বিছানায় নিয়ে ব্যবহার করি। এর ফলে এটি থেকে সহজে বায়ু প্রবাহ হতে পারে না। তখনই তাপমাত্রা বাড়তে থাকে এবং ভিতরের ফ্যান গুলো জোরে জোরে ঘুড়তে থাকে। এর ফলে আপনার প্রসেসরে প্রচুর চাপ সৃষ্টি হয়।

এজন্য আপনি ল্যাপটপ স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। বাজারে অনেক ধরনের ল্যাপটপ স্ট্যান্ড পাওয়া যায়। আপনার পছন্দ ও সুবিধা অনুযায়ী একটি পছন্দ করে নিন। আশা করছি আপনার ল্যাপটপ এর আয়ু কিছুটা বেড়ে যাবে।

ল্যাপটপ
বিছানায় ল্যাপটপ ব্যবহার করা থেকে বিরত থাকুন। Tech Haunt

ডেস্কটপ কম্পিউটারে ক্ষেত্রে এই ব্যাপারটি সহজেই সমাধান যোগ্য। এর জন্য আপনাকে নিশ্চিত করতে হবে যেন কম্পিউটারে বায়ু চলাচলের জন্য যথেষ্ট জায়গা থাকে। কুলিং ফ্যান যেন পর্যাপ্ত পরিমানে থাকে। এক্ষেত্রে অতিরিক্ত ফ্যানও সংযুক্ত করা যেতে পারে।

২। ময়লা জমে বাসা বাঁধাঃ

ময়লা বাসা বাঁধা

প্রতিদিনের ব্যবহারের ফলে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে ধুলো ময়লা জমে এদের ভিতরে থাকা ফ্যান গুলো ঘুড়তে বাধা সৃষ্টি করে। এতে করে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ গরম হয়ে যায়।

যেমন ধূমপায়ীদের সিগারেট খাওয়ার সময় ডাস্ট বা ছাই উড়ে আসে জমতে পারে। পোষা প্রানী যেমন বিড়াল এর পশম এসে জমতে পারে। এধরনের আরও অনেক কিছুই ফ্যানের মধ্যে আটকে গিয়ে এয়ার ফ্লো বা বায়ু প্রবাহ কে বাধাগ্রস্থ করতে পারে। এজন্য ফ্যানের মুখে ‘ফিল্টার’ ব্যবহার করতে পারেন।

পিসি বা ল্যাপটপ এর আশে-পাশে খাওয়া দাওয়া করার ভীষন বাজে অভ্যাস আমাদের প্রায় সকলেরই রয়েছে। দয়া করে এটি করবেন না। খাবার এর বিভিন্ন অংশ কীবোর্ডের ভিতরে জমে গিয়ে নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে।

এদিকে ময়লা পরিষ্কার করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। পিসি বা ল্যাপটপের ময়লা পরিষ্কার করার পদ্ধতি প্রথাগত সাধারন কোনো পদ্ধতি নয়। এটি পরিষ্কার করার সময় যেই কমন ভুলটি আমরা সচরাচর করে থাকি তা হলো সরাসরি স্প্রে মারা। দয়া করে এটি করবেন না। এটি আপনার ডিভাইসের মারাত্মক ক্ষতি করে। স্প্রে করতে হলে কোনো নরম কাপড়ে করুন। সেই কাপড় দিয়ে আপনার ডিভাইসটি মুছে পরিষ্কার করুন।

৩। অসতর্ক ভাবে ল্যাপটপ বহন করাঃ

Careless

ডেস্কটপ কম্পিউটার ব্যবহার আরামে করা গেলেও, যতসব অবহেলা কিংবা অসাবধানতা আমরা ল্যাপটপের সাথে করি। আমি বহু মানুষকে দেখেছি ল্যাপটপের ডিসপ্লে ধরে উঠানো, ল্যাপটপের এক কোনায় এক হাতে উঠানো যা এটিতে মারাত্মক চাপের সৃষ্টি করে থাকে।

আমাদের দেশে এটি না দেখা গেলেও উন্নত দেশে অনেকেই ল্যাপটপ কে খাবার পরিবেশন করার ট্রে হিসেবে ব্যবহার করেন। হতে পারে এটি দুষ্টুমি কিংবা মজার ছলে করে থাকেন, তবে তাদের অজান্তেই ল্যাপটপের মারাত্মক ক্ষতি করে বসেন।

আপনি যদি SSD ব্যবহার করে থাকেন তাহলে চিন্তা কিছুটা কম। তবে যদি ট্রেডিশনাল হার্ড ড্রাইভ (HDD) ব্যবহার করে থাকেন, তাহলে এই যে শুধু  একপাশে হাত দিয়ে ধরা, খাবার পরিবেশন করার ট্রে হিসেবে ব্যবহার করার ফলে, HDD এর পিন গুলোতে চাপ পরে, এর ফলে বেশ দ্রুতই আপনার পিসি বা ল্যাপটপ এর পারফর্মেন্স ড্রপ করবে অর্থাৎ বিভিন্ন সমস্যা দেখা দিবে।

৪। ব্যাটারির সঠিক যত্ন না নেয়াঃ

ল্যাপটপ ক্রয় করার সময় “দীর্ঘ ৮ ঘন্টা ব্যাকাপ দেয়” বলে যে এটি আজীবন ৮ ঘন্টা ব্যাকাপ দিবে তা ভাবা ভুল। তবে কেনার অল্প কিছুদিনের মধ্যেই যদি ব্যাটারি ব্যাকাপ কমতে থাকে তাহলে বুঝতে হবে আপনি আপনার ল্যাপটপ এর ব্যাটারির সঠিক যত্ন নিতে পারেননি। আপনি ভুল ভাবে চার্জ করেছেন।

Zero Percent Charge

আমাদের আরেকটি বাজে অভ্যাস রয়েছে, চার্জ শেষ হয়ে একদম শূন্য হয়ে গেলে তারপর চার্জে দেয়া। চেষ্টা করবেন কখনো যেন শূন্য শতাংস চার্জ অবস্থায় যেন ল্যাপটপ বন্ধ না হয়ে যায়। অনেক সময় ব্যাটারি এতোটাই ডাউন হয়ে যায় যে আর চালুই হয় না। এজন্য একদম শূন্য হওয়ার আগেই চার্জে দেওয়ার চেষ্টা করুন। ফুল চার্জ হয়ে গেলে খুলে ব্যবহার করুন। তবে এখানে বলে রাখা ভালো যে, বর্তমানে প্রায় সকল ব্র্যান্ড “Over Charge Protect” সিস্টেম চালু করেছে, যার ফলে চার্জ ফুল হয়ে যাবার পর আর চার্জ নেয় না, তখন সরাসরি বিদ্যুতে আপনার ল্যাপটপ চলে।

কোনো কারণে যদি ল্যাপটপের ব্যাটারি পরিবর্তন করতে হয়, তাহলে দয়া করে সস্তা খুঁজতে যাবেন না। সস্তা গুলো লাগালে হয়তো সঠিক পরিমানে চার্জ থাকবেনা, ব্যাটারি গরম হবে, ওভার চার্জ প্রোটেক্ট করতে পারবেনা ইত্যাদি। এছাড়া, নিম্ন মানের পণ্য কিনে লাগালে বৈদ্যুতিক ভোল্টেজ অনেক সময় ওঠা নামা করার ফলে ব্লাস্ট হবার সম্ভাবনা থেকেই যায়।

৫। সঠিক ক্যাবল ম্যানেজমেন্ট না করাঃ

প্রথম পয়েন্টেই আমি বলছি যে বিছানায় নিয়ে ল্যাপটপ ব্যবহার করার অভ্যাস টা বেশ পুরনো। তো এই অভ্যাসটি আরও বাজে অভ্যাসে পরিনত করে ক্যাবল লাগিয়ে অসতর্কতার সাথে ব্যবহার করা । আমি অনেক জনকেই দেখেছি যে, USB-C Port এ USB ক্যাবল প্রবেশ করানোর চেষ্টা করেন। এতে করে পোর্টটি মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। ক্ষেত্র বিশেষে পোর্ট ভেঙ্গেও যায়।

আবার অনেক সময় হেডফোন জ্যাক লাগানো অবস্থায় রেখে দেই। এই সময়ে যদি কোনোভাবে চাপ লাগে, তাহলে ঐ পোর্টটি বাঁকা হয়ে যাওয়া কিংবা ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং ব্যবহার শেষে সব ধরনের ক্যাবল বা জ্যাক খুলে রাখা শ্রেয়।


প্রিয় পাঠক, এই ৫টি বাজে অভ্যাস পরিহার যেন দীর্ঘদিন আপনার ল্যাপটপ বা কম্পিউটারটি ব্যবহার করতে পারেন সেজন্যই আমাদের এই লেখাটি। লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিতে পারেন।

আরও পড়ুনঃ অফিসিয়ালি রিলিজ হয়েছে Android 11 : যেসব নতুনত্ব থাকছে!

Related Articles

Back to top button