PC HelpTech NewsTech Tips & Tricks

Infinity Scroll বন্ধ করবেন যেভাবে!

আপনি বা আমি পছন্দ করি বা না করি, বিশ্বের বেশ বড় নামি দামী ওয়েব সাইট যেমন ফেইসবুক, টাম্বলার Infinity Scroll ফিচার ব্যবহার করে। বেশ কিছু ব্লগ সাইটেও করে।

Infinity Scroll কী?

এটি ওয়েব সাইট নির্মাতাদের একটা কৌশল। এটি ব্যবহারের ফলে আপনি যখন তাদের ওয়েব সাইটে ভিজিট করবেন, তারা এই Infinity Scroll এর মাধ্যমে পরবর্তী পেইজ গুলো লোড করতে থাকে। আপনি যতই নিচের দিকে আগাতে থাকবেন, পরের কনটেন্ট গুলো লোড হতে থাকবে।

অনেক সময় এই Infinity Scroll বিরক্তির কারন হয়ে দাঁড়ায়। দেখা যায় যে, আমি কোনো কিছু ডাউনলোড করতে গিয়েছি, কিন্তু এই Infinity Scroll এর কারণে ঐ কাঙ্ক্ষিত ডাউনলোড টি না হয়ে পেইজটি বার বার রিলোড হতে থাকে। আবার অন্যদিকে, যদি আপনার ইন্টারনেট স্পীড স্লো থাকে, তাহলে পরের পেইজ লোড ও হয়না, এদিকে আপনার ব্রাউজার এর র‍্যাম ভক্ষন করার সুযোগকে আরও বাড়িয়ে দেয়। ফলাফল, আপনার বাকি কাজ গুলোতেও দেখা দেয় ধীর গতি।

আর পড়ুনঃ 5টি বাজে অভ্যাস আপনার কম্পিউটারকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে!

যেভাবে বন্ধ করবেন Infinity Scroll:

ইন্টারনেটে অনেক Add On বা Extension রয়েছে যেগুলো দিয়ে এই ইনফিনিট স্ক্রোল বন্ধ করা যায়। তবে আমি সাজেস্ট করবো এইসব Add On বা Extension ব্যবহার না করার জন্য। কারণ অতিরিক্ত এক্সটেনশন এর ব্যবহার আপনার ব্রাউজার কে ভারী করে তোলে, র‍্যাম বেশি খাবে। অর্থাৎ আপনার ব্রাউজার ব্যবহারে কিছুটা প্রভাব পড়বে। তাহলে সহজ সমাধান হলো-

  1. ওয়েব সাইট ইউআরএল এর পাশে থাকা প্যাডলক আইকনটিতে ক্লিক করুন।
  2. Site Setting এ ক্লিক করুন।
  3. Permission থেকে Javascript খুঁজে বের করুন।
  4. Allow থেকে Block সিলেক্ট করুন।

ব্যাস কাজ শেষ! আপনি যদি উপরের লেখা পড়ে না বুঝতে পারেন, তাহলে এই ভিডিও টি দেখতে পারেনঃ

                                       


আপনার এন্ড্রোয়েড ফোনে যেভাবে বন্ধ করবেন এই Infinity Scroll:

প্রায় একই পদ্ধতিতে আপনি চাইলেই আপনার এন্ড্রোয়েড ফোনেও এই কাজটি করতে পারবেন। প্রথমে আপনি যেই সাইটে ইনফিনিটি স্ক্রোল বন্ধ করতে চান, সেই সাইটে প্রবেশ করুন। এরপর একদম উপরে ডান পাশে থাকা Three Dot বা মেনু বাটনে ক্লিক করুন। এরপর সেটিংস খুঁজে বের করুন। তারপর Site Settings এ ক্লিক করুন। এবং JavaScript খুঁজে বের করে ব্লোক করে দিন।

আপনার সুবিধার্থে নিচে ছবি সংযুক্ত করা হলোঃ

Stop Infinity Scroll on Android
Stop Infinity Scroll on Android (techhaunt.com)

এই ফিচারের ফলে ওয়েব সাইটের শেষে কি রয়েছে তা আর দেখা হয়ে ওঠে না। ইউজার বিরক্ত হোন এতে করে।

আপনি যদি ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য উপদেশ রইলো হয় পেজিনেশন ব্যবহার করুন, নাহয় স্লাইডশো এর মাধ্যমে কনটেন্ট দেখান। এতে আপনার ইউজার ইন্টারেকশন বেড়ে যাবে।

আপনার মতামত জানাতে পারেন আমাদের।

Related Articles

Back to top button