Tech Tips & TricksGadgetsOthersPhotographyTech News

Off-Facebook Activity – যেভাবে আপনার নজরদারি করছে!

সাম্প্রতিক সময়ে ফেইসবুকে নতুন একটি ফিচার যোগ করে, যার নাম Off-Facebook Activity. এই ফিচারের মাধ্যমে আপনি ফেইসবুকের বাইরেও কোন কোন ওয়েবসাইটে ভিজিট করছেন তার তথ্য সংগ্রহ করে থাকে।

What is Off-Facebook Activity?

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম Facebook ব্যবহার করার ফলে ব্যবহারকারীর প্রায় সকল তথ্য ফেইসবুক সংগ্রহ করে তা কম – বেশি সবারই জানা রয়েছে। কিন্তু ফেইসবুক এর বাইরেও যেসব ওয়েবসাইট ভিজিট করেন, তার তথ্যও চলে যায় ফেইসবুকের কাছে। অর্থাৎ, আপনি যেইসব ওয়েবসাইট ভিজিট করেন, সেইসব ওয়েবসাইট ফেইসবুককে আপনার তথ্য দিয়ে দেন।

আর এজন্যই আপনি কোনো কারনে daraz.com.bd থেকে কোনো পণ্য এক নজর দেখে আসার পরপরই ফেইসবুকে সেই পণ্য কিংবা দারাজ এর এড বা বিজ্ঞাপন দেখতে পান ফেইসবুকে। উদাহরণ হিসেবে দারাজ কে ব্যবহার করেছি, কিন্তু খেয়াল করলে দেখবেন যে প্রায় সব ওয়েবসাইটেই ভিজিট করার পর সেই ওয়েবসাইট বা সেই ওয়েবসাইটে যা সার্চ করেছেন সেই বিষয়ে কোনো বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন Facebook এ।

সবার আইডিতেই কি Off-Facebook Activity চালু থাকে?

উত্তর হচ্ছে, “না”। তবে, আপনি যখন কোনো গেইম খেলার সময় Facebook দিয়ে ঐ গেইমে আইডি খুলেন, তখনই এই অপশনটি চালু হয়ে যায়। যেমন ধরুন আপনি 8 Ball Pool এই গেইমটি খেলেন, তো আপনি কোয়েন এর জন্য, ইনভাইট দেয়ার জন্য, চ্যালেঞ্জ জানানোর জন্য ইত্যাদি কারনে আপনার ফেইসবুক আইডি দিয়ে এই গেইমে লগ ইন করে থাকেন।

এছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে নতুন একাউন্ট করার সময় অপশন আসে যে আপনি ইমেইল দিয়ে, সরাসরি গুগল একাউন্ট দিয়ে, ফোন নাম্বার দিয়ে একাউন্ট তৈরি করতে পারেন। সেখানে অনেকসময় ফেইসবুক একাউন্ট এর তথ্য দিয়েই ঐ ওয়েবসাইটে একাউন্ট খোলার সুবিধা থাকে। আর এই ফেইসবুক এর তথ্য ব্যবহার করে যখনই আপনি অন্য কোনো ওয়েবসাইটে একাউন্ট করলেন বা এই ধরনের কোনো কাজ করলেন, তখনই আপনার ফেইসবুক একাউন্টে Off-Facebook Activity অপশনটি চালু হয়ে যায়।

পিসি দিয়ে যেভাবে বন্ধ করবেন Off-Facebook Activity:

আপনার ফেইসবুক আইডিতে লগ ইন করার পর একদম উপরে ডান পার্শে Down Arrow তে ক্লিক করুন। Settings & Privacy তে ক্লিক করার পর আবারো Settings এ ক্লিক করুন। এরপর বাম পাশে থাকা Your Facebook Information এ ক্লিক করুন। এবার Off-Facebook Activity থেকে View এ ক্লিক করুন।

Off-Facebook-Activity-1
পিসি দিয়ে যেভাবে Off-Facebook Activity অপশন বন্ধ করবেন – techhaunt.com

যেসকল ওয়েবসাইট ফেইসবুককে আপনার তথ্য শেয়ার করেছে তার তালিকা দেখতে পাবেন এখানে। খেয়াল করলে দেখতে পাবেন যেসব ওয়েবসাইট ভিজিট করেছেন তার প্রায় সবই এখানে রয়েছে। এখানে Learn more এ ক্লিক করে আরও বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও আপনি যদি ঐ তালিকা থেকে কোনো একটি ওয়েবসাইটের নামের উপরে ক্লিক করেন তাহলে আপনার কাছে password চাইবে, এখানে দেখতে পাবেন ঐ ওয়েবসাইট কি কি তথ্য শেয়ার করেছে ফেইসবুকের কাছে।

আরও পড়ুনঃ Facebook Single Name, ফেসবুকে একটি নাম ব্যবহার করবেন যেভাবে (2020)

Clear History তে ক্লিক করলে ঐ তালিকাটি মুছে যাবে। এবার Manage Your Off-Facebook Activity তে ক্লিক করুন। তারপর সেখান থেকে Turn Off এ ক্লিক করুন। এবার আর ফেইসবুকের বাইরে কি কি করছেন তা জানতে পারবেনা ফেইসবুক। তবে মনে রাখবেন, যদি আপনি আবারো কোনো গেইমে ফেইসবুক আইডি দিয়ে লগ ইন করেন তাহলেই আবার চালু হয়ে যাবে এই সেটিংস।

মোবাইল দিয়ে যেভাবে বন্ধ করবেন Off-Facebook Activity:

একই পদ্ধতিতে Settings থেকে গিয়ে বন্ধ করতে পারবেন অপশনটি। নিচে Screenshot যুক্ত করা হলোঃ

Off-Facebook-Activity-2-1
মোবাইল দিয়ে Off-Facebook Activity বন্ধ করবেন যেভাবে – techhaunt.com

এভাবেই আপনি আপনার তথ্য কিছুটা হলেও রক্ষা করতে সক্ষম হবেন। এরকম আরও বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস ট্রিক্স জানতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন।

আরও পড়ুনঃ NID Card – এর মেয়াদ শেষ হয়ে গিয়েছে? ডাউনলোড করে নিন অসীম মেয়াদের জাতীয় পরিচয়পত্র! (2020)

Related Articles

Back to top button