Tech Tips & TricksPC HelpSoftwareTech News

TrueCaller App থেকে আপনার ফোন নাম্বার রিমুভ করবেন যেভাবে

TrueCaller কী?

এটি একটি Android App যার নাম TrueCaller: The world’s best Caller ID & Spam Blocking appযার সাহায্যে আপনি যেকোনো ব্যক্তির ফোন নাম্বারসহ বিভিন্ন তথ্য দেখতে পারবেন। এই অ্যাপটিতে যারা সাইন-আপ করেন, তাদের ফোনবুক বা কন্টাক্ট লিস্টের সকল তথ্য এদের সার্ভারে যুক্ত হয়ে যায়।

এর মানে দাঁড়ালো যে, যদি আপনি এই অ্যাপ ব্যবহার নাও করে থাকেন, তবুও আপনার নাম আর ফোন নাম্বার এই অ্যাপ এর সার্ভারে যুক্ত হয়ে যেতে পারে। কারণ যদি আপনার ফোন নাম্বার আমার ফোনে থাকে, আর আমি যদি TrueCaller App ব্যবহার করি, তাহলে আমার কন্টাক্ট লিস্ট থেকেই আপনার নাম্বার পেয়ে যাবে তারা। বিষয়টি কেমন ভীতিকর না? আপনি চাচ্ছেন না আপনার নাম্বার অপরিচিত কেউ জানুক, তারপরও আপনার নাম্বার ছড়িয়ে পরছে!

তাহলে চলুন দেখে নেয়া যাক কীভাবে TrueCaller থেকে আপনার নাম ও নাম্বার রিমুভ করতে পারবেনঃ 

প্রথম ধাপঃ TrueCaller থেকে আপনার একাউন্ট Deactivate করুন

আপনি যদি কখনো এই অ্যাপ না ব্যবহার করে থাকেন তাহলে আপনি দ্বিতীয় ধাপ থেকে শুরু করুন। কিন্তু যদি আপিনি ইতোমধ্যে এই অ্যাপ ব্যবহার করছেন কিংবা আগে কখনো ব্যবহার করেছেন কিন্তু একাউন্ট ডি-এক্টিভ না করেই অ্যাপটি শুধু Uninstall করেছিলেন, তাহলে আপনাকে এখন অ্যাপটি থেকে আপনার একাউন্ট ডি-এক্টিভ করতে হবে। দেখে নিন কিভাবে করবেনঃ

App টি ওপেন করে একদম উপরে বাম পাশে Hamburger ম্যানু তে ক্লিক করুন। এরপর Settings এ ক্লিক করুন।  (নিচে ছবিতে দেখে নিন)

TrueCaller Unlisting

এরপরে ক্লিক করুন Privacy Center এ। সেখান থেকে Deactivate এ ক্লিক করুন।

TrueCaller deactivation

এরপরে একটি পপ-আপ আসবে, সেখান থেকে Yes এ ক্লিক করুন।

এই কাজটুকু করলে শুধু একাউন্ট ডি-এক্টিভেট হবে, কিন্তু এখনো আপনার নাম্বার তাদের সার্ভারে রয়েই গিয়েছে। এবার তাহলে তাদের সার্ভার থেকে নাম্বার রিমুভ করা দেখে নেই।

দ্বিতীয় ধাপঃ TrueCaller সার্ভার থেকে নাম্বার আনলিস্ট করাঃ

প্রথমে তাদের এর আনলিস্ট করার পেইজে ভিজিট করুনঃ https://www.truecaller.com/unlisting

Unlist your phone number from TrueCaller
Unlist your phone number from TrueCaller (techhaunt.com)

এরপর ছবিতে মার্ক করে দেখানো স্থানে কান্ট্রি কোড সহ ফোন নাম্বার বসান। বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +880 । তারপর I’m not a robot এ ক্লিক করে reCaptcha টি পূরন করে UNLIST PHONE NUMBER বাটনে ক্লিক করুন।

এরপর একটি পপ-আপ আসবে। সেখান থেকে আবারো UNLIST এ ক্লিক করবেন।

Final Step, unlisting your phone number from TrueCaller
Final Step, unlisting your phone number from TrueCaller (techhaunt.com)

যেভাবে যাচাই করবেন আপনার ফোন নাম্বার TrueCaller লিস্ট থেকে রিমুভ হয়েছে কি নাঃ

যখনই আপনি উপরে দেখানো পদ্ধতিটি সঠিক ভাবে পালন করবেন, TrueCaller তাদের ড্যাটাবেজ থেকে আপনার নাম্বার মুছে ফেলবে। তাদের নিয়ম অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে রিমুভ হয়ে যাবে। তবে নাম্বার রিমুভ হলো কি না তা দেখার জন্য আপনার বন্ধু বা আত্মীয় যারা ট্রুকলার ব্যবহার করছেন তাদের যেকোনো একজন কে আপনার নাম্বার দিয়ে এই app দিয়ে সার্চ দিতে বলুন। যদি তখনও আপনার নাম দেখায় তাহলে বুঝতে হবে আপনার নাম রিমুভ হয়নি। আপনি আরও কিছুক্ষন অপেক্ষা করে আবার চেক করুন।


প্রিয় পাঠক, আপনি কি সফলভাবে আপনার ফোন নাম্বার ট্রুকলার ড্যাটাবেজ থেকে রিমুভ করতে পেরেছেন? কমেন্ট করে জানাতে পারেন আমাদের।

আরও পড়ুনঃ অফিসিয়ালি রিলিজ হয়েছে Android 11 : যেসব নতুনত্ব থাকছে!

Related Articles

Back to top button