Instagram এর নিরাপত্তা দুর্বলতা
১টি মাত্র ছবির মাধ্যমে ফাঁস হয়ে যেতে পারে আপনার সকল গোপন ম্যাসেজ!

Instagram বহির্বিশ্বে বেশ জনপ্রিয় হলেও আমাদের দেশে খুব বেশি একটা জনপ্রিয়তা পায়নি এখনো। তবে এর মালিকানা ফেইসবুক কর্তৃপক্ষ নিয়ে নেয়ার পর এর কদর বেড়েছে বেশ। কিন্তু এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপটিতে দেখা দেয় একটি মারাত্মক নিরাপত্তা দুর্বলতা।
চেক পয়েন্ট নামের একটি সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান Instagram এর এই বিশাল দুর্বলতার বিস্তারিত প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ব্লগে। তাদের মতে একটি মাত্র ছবির (image) মাধ্যমে আপনার সকল গোপন ম্যাসেজ (Secret message), ডিলিট করে দেয়া ছবি বা ম্যাসেজ দেখতে পারবে হ্যাকার।
RCE (Remote Code Execution) নামক দুর্বলতা দেখা দিয়েছিলো Instagram এর android ও iOS এর মোবাইল অ্যাপস এ।
কিন্তু আশার বাণী হচ্ছে, Check Point এর করা রিপোর্ট এর পর পরই এর দুর্বলতা দূর করতে Security Patch ছাড়ে ইন্সটাগ্রাম। এবং এটি সমাধান ও করে ফেলে।

গবেষণা প্রতিষ্ঠানটির মতে, এই অ্যাটাক এর ফলে হ্যাকার আপনার একাউন্টে প্রবেশ করে আপনার সব গোপন ম্যাসেজ দেখে ফেলতে পারতো, আপনার অজান্তেই আপনার ছবি পোস্ট করা কিংবা ডিলিট ও করতে পারতো।
আরও পড়ুনঃ এন্ড্রোয়েডের নতুন Malware Alien!
CVE-2020-1895 কোড হিসেবে ট্রাক করার পর, ফেইসবুক এই দুর্বলতাকে এইভাবে ব্যাখ্যা দিয়েছিলোঃ ‘Integer Overflow leading to Heap Buffer Overflow’
এই দুর্বলতা Instagram android apps এর 128.0.0.26.128 এর আগের ভার্সন গুলোতে ছিলো। আপডেট দেয়ার পর এই প্রবেশপথ বন্ধ করে দেয় ইন্সটাগ্রাম কতৃপক্ষ।
ভয় পাবার কিছু নেই, খুব সহজেই আপনি নিজের Instagram Account নিরাপদ রাখতে পারেন, এর জন্য আপনাকে এর সর্বশেষ ভার্সনে আপগ্রেড করে নিতে হবে।
আপনি চাইলে চেক পয়েন্ট এর সেই ব্লগ পোস্টে বিস্তারিত পড়ে দেখতে পারেন টেকনিক্যাল বিষয়টি।