Tech NewsGamingPC HelpSoftwareTech Tips & Tricks

LG K71 বাজারে আসছে যেসব ফিচার নিয়ে

কিছুদিন আগেই LG K71 এর আগে তারা বাজারে লঞ্চ করে তাদের লো এন্ড বাজেট ডিভাইস LG K42।

মূলত Costa Rica, Dominican Republic, El Salvador, Guatemala, Honduras, Miami, Nicaragua এবং Panama এর মত দেশকে টার্গেট করেই বাজারে নিয়ে আসে LG K42 । সাউথ কোরিয়ান কোম্পানিটি আবার ঘোষণা দিয়েই বাজারে নিয়ে আসছে তাদের নতুন ফোন LG K71. K71 ফোনটি আসছে বিশাল ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল এর থ্রিপল রেয়ার ক্যামেরা নিয়ে।

LG K71 এর স্পেসিফিকেশন এবং ফিচারসমূহ:

৬.৮ ইঞ্চিএর বিশাল ডিসপ্লে যার ডায়মেনশন ১৭১.৪*৭৭*৭*৮.৭ mm এবং ওজন প্রায় ২২২০ গ্রামের মত। ফোনটিতে আছে ফুল ভিসন আইপিএস এলসিডি প্যানেল সাথে রয়েছে U আকৃতির নচ। ফোনটি সাপোর্ট করবে এফএইচডি+ রেজুলেশন এবং ২০.৫:৯ এস্পেক্ট রেটিও। ফোনটিতে ইনবিল্ড স্প্রিং লোডেড স্টাইলাস পেন থাকবে যা দিয়ে ব্যবহারকারী অনায়াসেই লিখতে ইডিট করতে,স্কেচ করতে,কালার করতে এবং নোট করতে ব্যবহার করতে পারবে এর বিশাল স্ক্রিনের সাহায্যে।

LG K71 এ চিপসেট হিসেবে থাকছে হেলিও পি৩৫ এবং সাথে আছে ৪ জিবি র‍্যাম। এর পাশাপাশি আছে ১২৮ ইন্টারনাল স্টোরেজ এবং মাইক্রো এসডি কার্ড স্লট ও। এন্ড্রোয়েড ১০ অপারেটিং সিস্টেম থাকছে এর নিজস্ব LG UX এর আন্ডারে। তাছাড়া ৪০০০mAh এএ বিশাল ব্যাটারি সাথে আছে ১০W এর চার্জিং সাপোর্ট।

LG K71 এ থাকছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং রেয়ারে থাকছে ৪৮ মেগাপিক্সেল মেইন লেন্স সাথে PDAF, ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।

তিন তিনটা ব্যাক ক্যামেরা!!!

K71 এ আরো থাকছে ডুয়েল সিম স্লট,৪ জি সাপোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ ৫.০,জিপিএস,ইউএসবি টাইপ সি পোর্ট,গুগল এসিস্টেন্ট হার্ডওয়্যার কি,রেয়ারে থাকছে ফিংগারপ্রিন্ট সেন্সর,ডিটিএস ৩ ডি সাউন্ড সাপোর্ট এবং ৩.৫mm অডিও জ্যাক।

LG K71 এর মূল্য:

যদিও LG তাদের K71 ছাড়ার ঘোষণা দিয়েছে তবুও এর প্রাইস সম্পর্কে তারা এখনো কোন তথ্য প্রদান করে নি। তাছাড়া মার্কেট এটি পাওয়া যাবে ২ টি কালারে একটি হচ্ছে হোলো টিটান এবং অপরটি হচ্ছে হোলো ওয়াইট।

এক নজরে দেখে নিন LG K71 এর Key Features:

  • Chipset: Mediatek Helio P35(MT 6765)
  • Display: 6.80 inch Touch Screen Display
  • Battery: 4000 mAh Battery
  • OS: Android 10
  • Storage: 128 GB
  • Primary Camera: 48 Megapixel + 5 Megapixel (Depth Sensor) + 5 Megapixel (Macro Sensor)
  • Secondary Camera: 32 Megapixel
  • Port: USB Type C
  • Bluetooth: 5.0
  • Network: 2G,3G,4G
  • Ram: 4 GB
  • Fingerprint Sensor
  • Triple Camera

ফোনটির ফিচার কেমন লাগল আপনার? পছন্দ হচ্ছে? শেয়ার করে খবরটি জানিয়ে দিন আপনার বন্ধুদেরকেও ।

আরও পড়ুনঃ Mi 10T সিরিজের ছবি প্রকাশ যা শ্রীঘই লঞ্চ হবে থাইল্যান্ডে।

Related Articles

Back to top button