Tech NewsGadgetsOthersPC Help

Samsung এর 67% মার্কেট শেয়ার

টেক বিশেষজ্ঞ একটি দলের গবেষণায় দেখা গেছে গত ৩ মাসে সাউথ কোরিয়ার স্মার্টফোন বাজারে একাধারে রাজত্ব করে আসছে টেক জায়ান্ট কোম্পানি SAMSUNG ! গবেষণায় আরো জানা গেছে এই সেক্টরে Apple  এবং LG যথাক্রমে রয়েছে ২য় এবং ৩য় স্থানে।

যদিও গবেষণাকারী দলটি এখনো রিপোর্টটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে নি কিন্তু কোন এক মাধ্যমে দেশটির মিডিয়ার কাছে তথ্যটি চলে যায়। রিপোর্ট মতে, ৬৭% শেয়ার নিয়ে ১ম স্থানে রয়েছে সাউথ কোরিয়ান এই কোম্পানিটি। গতমাসেই প্রতিষ্ঠানটির মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ৩ পারসেন্ট।

19% শেয়ার নিয়ে ২য় অবস্থানে রয়েছে আমেরিকান টেক জায়েন্ট কোম্পানি Apple । যদিও আগস্ট মাসে তাদের মার্কেট শেয়ার বৃদ্ধি পেয়েছে মোটে ১ পারসেন্ট। যেখানে LG যথারীতি রয়েছে তালিকার ৩য় স্থানে যেখানে কোম্পানিটির মার্কেট শেয়ার মাত্র ১৩ পারসেন্ট। এছাড়া বাকি ২ টি কোম্পানির তুলনায় আগস্টে মার্কেট শেয়ার কমেছে ৩ পারসেন্ট ।

Samsung rules in South Korea
Samsung sitting on the table like a king

মূলত তাদের Samsung Galaxy A series and Samsung Galaxy S20 series দিয়ে বাজারে আগুন ছড়াচ্ছে স্যামসাং । প্রচুর সেল পাচ্ছে ডিভাইসগুলো । মজার বিষয় হচ্ছে সেরা ১০ বেস্ট সেলিং ডিভাইসগুলোর মধ্যে শুধু Samsung Galaxy A series এর ফোন ই রয়েছে ৫ টি । যদিও দেশটিতে অ্যাপেল এর ২০২০ ভার্সনের iPhone SE টি টানা ৩ মাস টপ সেলিং ডিভাইস ছিল । যদিও বেস্ট সেলিং ডিভাইসগুলোর মধ্যে অধিকাংশ ই Galaxy A series এর ফোনগুলো ছিল তবুও এটির পরিমাণ ছিল মোট সেলের ৪৫ পারসেন্ট ।

সবশেষে বলা যায় যে , সাউথ কোরিয়ার স্মার্ট ফোন বাজার এক মাসে ৯% বাড়লেও তা গত ৩ মাসের তুলনায় ৮% কম ।

আরও পড়ুনঃ Huawei Nova 7 SE ডিভাইস বাজারে আসছে নতুন রূপে । 

শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদেরকেও ! 

Related Articles

Back to top button