Tech NewsPC HelpTech Tips & Tricks

Galaxy A72, Samsung এর প্রথম ৫টি ক্যামেরাযুক্ত স্মার্টফোন!

স্যামসাং ৬টি ক্যামেরাযুক্ত স্মার্টফোন ইতোমধ্যেই বাজারে ছেড়েছে (Galaxy Fold), কিন্তু কম্পানিটি এখন ৫টি ক্যামেরাযুক্ত স্মার্টফোন তৈরির দিকেই নজর দিয়েছে।
বিশ্বে ৫টি ক্যামেরাযুক্ত স্মার্টফোন এই প্রথম না হলেও স্যামসাং এর এটি প্রথম।
মিড রেঞ্জের স্মার্টফোন Galaxy A71 এ ভালো সাড়া পাওয়ার পর স্যামসাং ৫টি ক্যামেরা যুক্ত করে এর পরবর্তী সিরিজ A72 রিলিজ করতে চায়। আশা করা যাচ্ছে আগামী বছরের শুরুতেই বাজারে পাওয়া যাবে Galaxy A72

Galaxy A72 এর সম্ভাব্য ক্যামেরা স্পেকসঃ

– ৬৪ মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা।
– ১২ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স।
– ৮ মেগাপিক্সেলের টেলি ফোটো লেন্স সাথে 3x অপটিক্যাল জুম।
– ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও
– ৫ মেগাপিক্সেলের ডেপথ্ সেন্সর ( depth sensor)

Samsung Galaxy A72 with Penta Camera
৫টি ক্যামেরা নিয়ে আসবে Samsung Galaxy A72 – techhaunt.com

জানা গিয়েছে যে, এতে থাকবে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই Galaxy A72 এর মাধ্যমেই A সিরিজের স্মার্টফোন গুলোতে স্যামসাং OIS সুবিধা যুক্ত করতে পারে বলে জানা গেছে। উপরে উল্লেখিত ৫টির মধ্যে ৪টি ক্যামেরাই আছে Galaxy A71 এ, স্যামসাং শুধুমাত্র ৮ মেগাপিক্সেলের টেলি ফোটো লেন্স যুক্ত করবে A72 তে। আবার সম্প্রতি লঞ্চ হওয়া Galaxy S20 FE তে ইতোমধ্যেই রয়েছে এই লেন্সটি।

আরও পড়ুনঃ Mi 10T সিরিজের ছবি প্রকাশ যা শ্রীঘই লঞ্চ হবে থাইল্যান্ডে

২০১৮ সালে বিশ্বে প্রথম স্যামসাং ৪টি ক্যামেরাযুক্ত স্মার্টফোন Galaxy A9 বাজারে ছাড়ে পরীক্ষামূলক ভাবে। একইভাবে এবার A72 তে ৫টি ক্যামেরা যুক্ত করে বাজার পরীক্ষা চালাতে যাচ্ছে স্যামসাং।

৫টি ক্যামেরাযুক্ত স্মার্টফোন বাজারে ইতোমধ্যেই রয়েছে Xiaomi mi Note 10 ও Nokia 9 PureView তে।

Via
GSMArena

Related Articles

Back to top button