
গত মে মাসে Realme তাদের পণ্যের তালিকা দীর্ঘায়িত করতে তাদের প্রথম ৩২ ইঞ্চি ও ৪৩ ইঞ্চির স্মার্ট টিভি বাজারজাত করে। তারই ধারাবাহিকতায় এবার ৫৫ ইঞ্চি ৪কে রেজ্যুলিউশনের স্মার্ট Realme TV বাজারে আনতে যাচ্ছে চাইনিজ এই কম্পানি Realme.
সপ্তাহখানেক আগে IFA 2020 তে Realme তাদের এই স্মার্ট টিভি এক ঝলক দেখালেও এর ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি৷ কিন্তু আজ রিয়েলমি নিশ্চিত করেছে যে, এই ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি তে 4k রেজুলেশন এর সাথে থাকবে SLED নামের নতুন Display Technology!
Realme India এর CEO, Madhav Sheth এক টুইটার বার্তায় 55-Inch 4K Realme Smart TV with SLED technology এর ছবি প্রকাশ করেন।
আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে কবে আসবে এই জায়ান্ট স্মার্ট realme tv? কিংবা এই SLED technology টা বা নতুন কি?
Realme এই ব্যাপারে একটি বিস্তারিত ব্লগ প্রকাশ করেছে। তাহলে এবার relme tv এর বিস্তারিত জেনে নেয়া যাক।
আরও পড়ুনঃ 2021 সালে Ray-Ban সাথে এক হয়ে স্মার্ট গ্লাসেস আনবে ফেসবুক
SPD Technology (Spectral Power Distribution) এর প্রধান বিজ্ঞানী John Rooymans এর সাথে যৌথভাবে realme tv এর জন্য এই SLED Technology ডেভেলপ করা হয়েছে।
QLED এবং Realme TV SLED Technology এর মধ্যে পার্থক্য কি?
QLED তে রয়েছে একটি Blue Layer যা পরবর্তীতে সাদা বা White Layer এ পরিণত হয়। অন্যদিকে Realme বলছে SLED তে শুরুতেই থাকছে RGB Backlight. তারা দাবি করেছে,
RGB(৩ টি মৌলিক রং এর সমন্বয়) Backlight, QLED এর তুলনায় আরও বেশি ভালো রং প্রদর্শন করতে সক্ষম।
এছাড়াও এটি Blue Light Filter এর মারাত্মক ক্ষতি থেকেও আপনার চোখকে সুরক্ষা দিতে সক্ষম। সুতরাং বলা যাতেই পারে QLED এর তুলনায় SLED বেশি ভালো হতে যাচ্ছে।

প্রতিষ্ঠানটি আরও দাবী করছে যে, NTSC Color Gamut এর ক্ষেত্রে realme SLED ১০৮% পর্যন্ত কালার প্রদর্শন করতে সক্ষম যেখানে QLED মাত্র ৭৮ শতাংশ প্রদর্শন করতে পারে।
অফিসিয়াল রিলিজের তারিখ না জানালেও Realme জানিয়েছে তাদের এই স্মার্ট টেলিভিশনটি TUV Rheinland Low Blue Light certification প্রাপ্ত, যা শুধুমাত্র আগের OLED টেলিভিশন গুলোতে দেয়া হতো।