Tech NewsPC HelpSoftwareTech Tips & Tricks

Zoom নতুন নিরাপত্তা ফিচার চালু করেছে!

করোনা মহামারিতে যখন সারা বিশ্ব থমকে ছিলো, তখন পড়াশোনা, বাসায় বসে অফিস করা সহ পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য ভিডিও কল করার সফটওয়্যার বা অ্যাপ গুলো সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। তার মধ্যে Zoom অন্যতম। এই সময়ে এটি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বলা যেতে পারে।

বিভিন্ন সময় এর নিরাপত্তা নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও Zoom কর্তৃপক্ষ তা ভালোভাবেই সামলে নিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে Zoom নিয়ে এলো Two-Factor Authentication (2FA) ফিচার। 

জুম মনে করছে 2FA এর মাধ্যমে যেসব প্রতিষ্ঠান দূরপাঠ মানে ঘরে বসে পাঠদান করছে, তাদের জন্য বিশেষ নিরাপত্তা দিবে। পাশাপাশি যেসব অফিস – আদালত এই সার্ভিস ব্যবহার করছেন তাদের তথ্য নিরাপত্তা আরও বেড়ে যাবে।

Zoom Two-Factor Authentication feature
Zoom এ টু-ফেক্টর অথেন্টিকেশন চালু করেছে

Zoom এ যেভাবে চালু করবেন টু-ফেক্টর অথেন্টিকেশনঃ

তিন ভাবে পেতে পারেন জুম এর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। একটি মাইক্রোসফট এর অথেন্টিকেটর অ্যাপ (Microsoft Authenticator), একটি গুগোল অথেন্টিকেটর অ্যাপ (Google Authenticator) এবং আরেকটি হলো OTP- One Time Password.

  1. এডমিন ড্যাশবোর্ড-এ লগিন করে Advanced ট্যাবে যেতে হবে।
  2. Security ট্যাব থেকে Sign in with Two-Factor Authentication এই অপশন টি চালু করতে হবে।
  3. এখানে ৩ টি অপশন পাবেন কাদের জন্য এই টু-ফেক্টর চালু করবেন, আপনার সুবিধামত একটি সিলেক্ট করে দিন।
  4. এরপর Save এ ক্লিক করলে নতুন নিরাপত্তা ফিচার চালু হয়ে যাবে।

জুম এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও জানতে তাদের সিকিউরিটি পেইজটি ঘুড়ে আসতে পারেন।


আরও পড়ুনঃ HandBrake -রেজ্যুলেশন না হারিয়ে ভিডিও এর সাইজ কমাবে যে সফটওয়্যার!

বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিন!

Related Articles

Back to top button