
OnePlus 8T লঞ্চ হবার তারিখ ঘনিয়ে এসেছে, আগামী ১৪ অক্টোবর অফিসিয়ালি লঞ্চ হবে। তার আগে কোম্পানিটি OnePlus 8T এর ডিজাইন প্রকাশ করেছে।
OnePlus এর আগের সকল মডেল থেকে এটি সত্যিই আলাদা একটি রূপ নিয়ে আসছে। কোম্পানিটি এবার তাদের চিরচেনা ক্যামেরা মডিউল থেকে বেরিয়ে এসেছে, নতুন ডিজাইন বা ক্যামেরা কাটআউট নিয়ে এসেছে OnePlus 8T. এবারে দেখা যাবে আয়তক্ষেত্রাকার ক্যামেরা কাটআউট, যাতে থাকছে ৪টি সেন্সর ও একটি LED ফ্ল্যাশ লাইট।
বহুল জনপ্রিয় এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান নিশ্চিত করেছে যে OnePlus 8T তে থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল এর সেন্সর সাথে থাকবে ১৬ মেগাপিক্সেল এর আলট্রা-ওয়াইড সেন্সর, একটি ৫ মেগাপিক্সেল এর ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেল এর mono sensor.
আরেকটি বড় পরিবর্তন থাকছে OnePlus 8 এবং 8T এর মধ্যে এদের রেয়ার প্যানেল বা পেছন দিকের ডিজাইনে। কারণ frosted matte ফিনিস ডিজাইন থেকে বেরিয়ে এবার glossy glass ফিনিস ডিজাইনে যুক্ত হয়েছে এবারের স্মার্ট ফোনটি, যা তাদের অফিসিয়াল ব্লগ পোস্টে জানিয়েছে।
OnePlus তাদের ব্লগ পোস্টে লিখেছে,
We have produced a remarkable glossy back cover for the new Aquamarine Green variant of the OnePlus 8T.
শুধু ব্যাক প্যানেলই নয়, সামনের দিকের নয়, এর পেছনের ডিজাইনে কি থাকছে তাও রিভিল করেছে প্রতিষ্ঠানটি। তারা কার্ভ ডিসপ্লে ডিজাইন থেকে বের হয়ে এসেছে, এবারে তারা সমতল বা ফ্লাট ডিজাইন দিয়েছে। এতে থাকছে একটি পাঞ্চ-হোল ক্যামেরা যাতে ব্যবহার করা হয়েছে ultra-wide-sensor.
আরও পড়ুনঃ Xiaomi Mi 10T Series লঞ্চ হবে 15 October! Excited ?

এর ডিসপ্লে হিসেবে থাকছে ৬.৫ ইঞ্চ এর AMOLED প্যানেল এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট। চিপসেট দেয়া হয়েছে Snapdragon 865. র্যাম হিসেবে থাকছে 12GB LPDDR5 RAM এবং 256 GB UFS 3.0 storage.
আরও পাচ্ছেন 4,500 mAh এর ব্যাটারির সাথে 65W Wrap Charge Technology Support.