
কয়েক বছর আগে MX Player মামুলি একটা মিডিয়া প্লেয়ার থেকে Full Featured Streaming Platform এ পরিণত হয়।
MX Player এবার তাদের সর্বশেষ Beta সংস্করণে নতুন ফিচার যুক্ত করেছে। এখন MX Player এর মধ্যেই দেখা যাবে YouTube ভিডিও।
Beta Version 1.30 তে আপনি এই অ্যাপ এর মধ্যেই YouTube ভিডিও সার্চ করে দেখতে পারবেন, এর জন্য আপনাকে অ্যাপ থেকে বের হয়ে বার বার অন্য অ্যাপ এ যেতে হবে না। যদিও এখানে আপনি যেই ইউটিউব ভিডিওটি দেখবেন তার কমেন্ট সেকশন দেখতে পাবেন না, এখানে Recommended Video ও পাবেন না, শুধু মাত্র আপনি যা সার্চ করবেন তাই পাবেন। বরং , MX Player এর নিজস্ব কনটেন্ট দেখাবে ইউটিউব ভিডিও এর নিচে।

এছাড়াও এতে Pinch to Zoom in ও Zoom out ফিচার যুক্ত করা হয়েছে। Playback speed নিয়ন্ত্রণ করা আরও সহজ করা হয়েছে।
MX Player যদি আপনার পছন্দের মিডিয়া প্লেয়ার হয়ে থাকে, তাহলে জেনে খুশি হবেন যে, এই অ্যাপ এর মধ্যেই এখন এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে ভিডিও কপি – পেস্ট করতে পারবেন, এর জন্য আপনাকে আলাদা করে ফাইল ম্যানেজারে গিয়ে কপি – পেস্ট করতে হবে না।
শুরুতেই বলেছি এই পরিবর্তন গুলো শুধু মাত্র Beta ভার্সনে পাবেন। বেটা ভার্সন পেতে প্লে স্টোরে অ্যাপটি ওপেন করে একটু নিচে স্ক্রল করে দেখুন Join Beta Program লেখা আছে, অখান থেকে Join এ ক্লিক করুন। এরপর দেখুন অ্যাপটি আপডেট চাইবে। আপডেট দিন।
উপভোগ করুন এক অ্যাপ এ দুই কাজ।
আরও পড়ুনঃ Instagram এর নিরাপত্তা দুর্বলতা