ট্রাসে থাকা ফাইল 30 দিন পর নিজে থেকেই ডিলিট করে দিবে Google Drive
অটোম্যাটিক্যালি এই ডিলিট প্রক্রিয়া শুরু হবে আগামী ১৩ অক্টোবর।

জনপ্রিয় ক্লাউড স্টোরেজ সেবা দান কারী প্রতিষ্ঠান গুগোল তাদের Google Drive এর ব্যাপারে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। ট্রাশ (Trash) এ জমে থাকা ফাইল গুলো এখন থেকে ৩০ দিন পর নিজে থেকেই ডিলিট হয়ে যাবে পারমানেন্টলি।
আগে এই Google Drive ট্রাশে প্রবেশ করে আবার তাদের ডিলিট করতে হতো। কিন্তু বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর থেকে যেকোনো ফাইল যদি ৩০ দিন এর বেশি ট্রাশে জমা হয়ে পরে থাকে, তাহলে সেগুলো নিজে থেকেই চিরতরে মুছে যাবে।
G-suite update post -এ গুগোল বলেছে,
যেসকল ইউজারের ফাইল ট্রাসে ৩০ অক্টোবর পর্যন্ত থাকবে, সেদিন থেকে ৩০ দিন পর সেই ফাইল গুলো অটোম্যাটিক্যালি ডিলিট হয়ে যাবে

Read more: বন্ধ হয়ে যাচ্ছে Office 2010 এর সাপোর্ট!
গুগোল আরও বলেছে, এই আপডেট টী পেতে সকল গ্রাহকের জন্য প্রায় ২ সপ্তাহ লেগে যেতে পারে। তাই বলে কারো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, ধীরে ধীরে সবাই এই আপডেট টি পাবেন।