Desktop Icons ফিরিয়ে আনবেন যেভাবে
Video সহ টিউটোরিয়াল

দুর্ঘটনাবসত কিংবা ভুল করে আমরা আমাদের কম্পিউটারের ডেস্কটপে থাকা আইকন গুলোকে হাইড করে কিংবা হারিয়ে ফেলি। এই পোস্টে দেখানো হয়েছে কিভাবে খুব সহজেই আপনি আপার Desktop Icons গুলো ফিরিয়ে আনতে পারেন।

Desktop Icons ফিরিয়ে আনার জন্য ডেস্কটপের যেকোনো ফাঁকা জায়গায় মাউসের ডান পাশের বাটনটি ক্লিক করুন এবং Personalise এ ক্লিক করুন।
এবার যেই উইন্ডো টি ওপেন হবে তার বাম পাশে অনেক গুলো অপশন পাবেন, সেখান থেকে Themes এ ক্লিক করুন।

তারপর ডান পাশে Related Settings এর নিচে দেখতে পাবেন Desktop Icon Settings. সেখানে ক্লিক করুন।

এবার যেই আইকোন গুলো আপনি ডেস্কটপে রাখতে চান, সেগুলোতে টিক মার্ক দিয়ে Apply ও Ok তে ক্লিক করুন। ব্যাস, আপনার Desktop Icons গুলো ফিরে আসবে
উপরোক্ত পদ্ধতিটি ভিডিও আকারে আমাদের YouTube Channel এ দেয়া রয়েছে, আপনি চাইলে দেখতে পারেন, নিচে দেয়া হলোঃ
পোস্টটি কিংবা ভিডিও টি যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন, আপনার কিংবা আপনার বন্ধুদের কাজে আসবে। 🙂
আরও পড়ুনঃ Screenshot নেয়ার যত উপায় – Windows 10