Tech NewsGadgetsPC HelpSoftwareTech Tips & Tricks

Infinix Note 7 লঞ্চ হয়েছে গেমিং চিপসেট G70 নিয়ে!

চাইনিজ ব্র‍্যান্ড ইনফিনিক্স বরাবরই বাজেট ডিভাইস মার্কেটে নিয়ে আসে । এবার ও তার ব্যতিক্রম না ঘটিয়ে Infinix Note 7 বাজারে এসেছে সাথে আছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা আর চমক হিসেবে থাকছে গেমিং চিপসেট G70.

এই বছরের এপ্রিলেই ইনফিনিক্স ঘোষণা দিয়েছিল তারা আনছে Infinix Note 7 এবং Note 7 Lite স্মার্টফোন দুটি। ফোন দুইটি এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশেও। দাম ও আছে গ্রাহকের নাগালের মধ্যেই। নোট ৭ এর কি ফিচার থাকছে অনেকগুলা যার মধ্যে বিশাল ডিসপ্লে,৪৮ মেগাপিক্সেল ক্যামেরা আর বিগ ব্যাটারি ক্যাপাসিটি।

বাংলাদেশে Infinix Note 7 এর দাম

Infinix Note 7 নিয়ে এসেছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে। ফোনটি দারাজে পাওয়া যাচ্ছে মাত্র ১৪,৯৯০ টাকায়। ফোনটি বাজারে এসেছে ৩ টি কালারে,ফরেস্ট গ্রিন,বলিভিয়া ব্লু এবং এথার ব্ল্যাকে। যদিও দারাজে শুধুমাত্র বলিভিয়া ব্লু কালারেই পাওয়া যাচ্ছে এটি।

Infinix Note 7

Infinix Note 7 এর স্পেসিফিকেশন এবং ফিচার

প্রায় ৭ ইঞ্চি (৬.৯৫ ইঞ্চি) পাঞ্চ হোল ডিসপ্লে থাকছে ফোনটিতে যা কিনা এইচডি+ রেজুলেশন এবং ২০.৫:৯ এস্পেট রেটিও দিতে সক্ষম। ফোনটি ৯১.৫ স্ক্রিন টু বডি রেটিও থাকছে। ইনফিনিক্স তাদের এই ডিভাইসটি এন্ড্রোয়েড ১০ এর আদলে তাদের নিজস্ব XOS 6.1 এ দিয়েছে।

আরও পড়ুনঃ Galaxy A72, Samsung এর প্রথম ৫টি ক্যামেরাযুক্ত স্মার্টফোন!

রাউন্ড শেপ ক্যামেরা মডিউল থাকছে ফোনটিতে। ক্যামেরা হিসেবে থাকছে f/1.79 এপারচার যুক্ত ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, ২ মেগাপিক্সেল মাইক্রো লেন্স,২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং লো লাইট ভিডিও ক্যামেরা। রেয়ার ক্যামেরাকে প্রোটেকশন দেওয়ার জন্য থাকছে গোরিলা গ্লাস এবং কোয়াড এলইডি ফ্ল্যাশ ইউনিট ও। রেয়ার ক্যামেরায় সুপার নাইট মোড,স্লো মোশন ভিডিও শুটিং আর ও নানা ফিচার যুক্ত আছে এটিতে। সাথে আরো আছে ১৬ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা যা কিনা স্ক্রিন ফ্ল্য্যাশ এবং এইচডিআর+ সাপোর্ট দিতে সক্ষম।

Helio G70 চিপসেট যেটি মূলত একটি গেমিং চিপসেট যা থাকছে Infinix Note 7 এ। আরো থাকছে ৫০০০ mAh ব্যাটারি সাথে আছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফিংগারপ্রিন্ট রিডার,ফেস আনলক,ডুয়েল স্টেরিও স্পিডার যার সাথে আছে DTS 3d সাউন্ড, একটি মাইক্রো এসডি কার্ড স্লট,ডুয়েল সীম সাপোর্ট, ৪জি VoLTE, ওয়াইফাই ৮০২.১১এসি,ব্লুটুথ ৫.০,জিপিএস,মাইক্রো ইউএসবি এবং ৩.৫ মিমি অডিও জ্যাক।

এক নজরে দেখে নিন এর Key Features:

  • Chipset: Mediatek Helio G70 (12 nm)
  • Display: 6.95 inches, 720 x 1640 pixels, Corning Gorilla Glass
  • Battery: Li-Po 5000 mAh, non-removable
  • OS: Android 10, XOS 6.1
  • Storage: 64 GB,128 GB
  • Primary Camera: 48 MP Camera,2 MP Micro Lens,2 MP Depth Sensor
  • Secondary Camera: 16 MP
  • Port: microUSB 2.0, USB On-The-Go
  • Bluetooth: 5.0, A2DP, LE
  • Network: 2G,3G,4G VoLTE
  • Ram: 4 GB,6GB
  • Fingerprint (side-mounted)
  • Accelerometer
  • Proximity
  • Compass

কেমন লাগল ফোনটি আপনার কাছে? জানিয়ে দিন কমেন্টে এবং শেয়ার করে দিন বন্ধুদের সাথে।

আরও পড়ুনঃ Realme TV আসছে SLED Display Technology ও 4K রেজ্যুলেশন নিয়ে!

Related Articles

Back to top button