Tech NewsGadgetsGamingSoftwareTech Tips & Tricks
Trending

আসছে ফ্ল্যাগশিপ স্মার্টফোন Sony Xperia 5 II

১২০ হার্জ রিফ্রেশ রেট, স্নাপড্রাগন ৮৬৫ প্রোসেসর ও ট্রিপল ক্যামেরা সেটাপ নিয়ে অফিসিয়ালি বাজারে আসবে।

টেক জায়ান্ট Sony গতকাল অফিসিয়ালি জানালো আগামী ফ্ল্যাগশিপ স্মার্ট ফোন Sony Xperia 5 II (সনি এক্সপেরিয়া ফাইভ মার্ক টু বলে উচ্চারিত হয়) শীঘ্রই বাজারে আসছে। এটিকে বলা যেতে পারে Sony Xperia 1 II এর একটি কমপ্যাক্ট ভার্সন! এটি সনির প্রথম স্মার্ট ফোন যাতে থাকছে ১২০ হার্জ ডিসপ্লে, সাথে স্নাপড্রাগন ৮৬৫ ও ৩টি ক্যামেরা সেটাপ।

মূল্য এবং প্রাপ্যতাঃ

যুক্তরাষ্ট্রে Sony Xperia 5 II এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৪৯ মার্কিন ডলার ($949). এটি পাওয়া যাবে ৪টি কালার ভ্যারিয়েন্টে, যথাক্রমে Pink, Blue, Gray এবং Black.

এর প্রি – অর্ডার শুরু হবে এই মাসের ২৯ তারিখে। কিন্তু শুনে হতাশ হবেন যে, এটি শিপমেন্ট বা ডেলিভারি দেয়া শুরু করবে ডিসেম্বরের ৪, ২০২০ তারিখ থেকে।

স্পেক ও ফিচারসঃ

৬.৬৫ ইঞ্চ এর Full HD+ ডিসপ্লে তে থাকছে OLED প্যানেল, যার Aspect Ratio হচ্ছে ২১ঃ৯ । এবং যুক্ত হয়েছে হালের ট্রেন্ড 120Hz Higher Refresh Rate. ডিসপ্লে রেজ্যুলেশন 4K HDR থেকে কিছুটা কমালেও 120Hz Refresh Rate যুক্ত করাতে ব্যবহারকারীগণ বেশ স্মুথ পারফর্মেন্স পাবেন।

শুধু ১২০ হার্জ রিফ্রেশ রেট দিয়েই থেমে থাকেনি, গেমারদের সুবিধার জন্য এতে যুক্ত করা হয়েছে 240 Hz Touch Response Rate. এছাড়া Sony Xperia 5 II তে নতুন যুক্ত হয়েছে Game Enhancer Mode, যার দ্বারা একজন গেমার তার সুবিধামত রিফ্রেশ রেট, টাচ রেসপন্স রেট ও মোশন ব্লার ইত্যাদি বিষয়গুলো কন্ট্রোল করতে পারবেন।

ইন্টারনাল স্পেকস ২০২০ সালের সকল ফ্ল্যাগশিপ স্মার্ট ফোনের মতোই একই রেখেছে। চিপসেট হিসেবে থাকছে Snapdragon 865, র‍্যাম দেয়া হয়েছে 8Gb এবং স্টোরেজ থাকছে ২৫৬ জিবি পর্যন্ত। microSDXC কার্ড এর মাধ্যমে এর স্টোরেজ ১ টেরা বাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ফ্ল্যাগশিপ এই ফোনটি পরিচালনা করার জন্য থাকছে 4000mAh এর ব্যাটারি যেটি USB-PD চারজিং সাপোর্ট করে।

কম্পানিটি দাবি করছে এটি শূন্য থেকে ৫০% চার্জ হতে ৩০ মিনিট সময় নিবে।

Sony Xperia 5 II camera specs
Sony Xperia 5 II camera specs

Camera:

এই ফোনটির উল্লেখ করার মতো বা হাইলাইট করা ফিচার হবে নিঃসন্দেহে এর Zeiss ব্র্যান্ড এর ক্যামেরা সেটাপটি। এটি 16mm/24mm/70mm focal lengths সাপোর্ট করে। প্রাইমারি সেন্সরটি থাকছে ১২ মেগাপিক্সেল এর যেটিতে রয়েছে OIS সুবিধা। ডুয়াল ফোকাস যুক্ত ১২ মেগাপিক্সেল এর আলট্রা ওয়াইড ক্যামেরাও থাকছে এতে। এবং ১২ মেগাপিক্সেল এর একটি টেলিফোটো লেন্স থাকছে যা দিয়ে 3x অপটিক্যাল জুম করে ছবি তোলা যাবে।

ফটোগ্রাফি কে আরও সুবিধাজনক করতে এতে দেয়া হয়েছে একটি ডেডিকেটেড শাটার বাটন।

120FPS (Frame Per Second) এ 4K HDR মোডে ভিডিও রেকর্ড করতে পারে এমন প্রথম স্মার্ট ফোন হতে যাচ্ছে Sony Xperia 5 II. এছাড়া Pro Video App এর মাধ্যমে আপনার ভিডিও ক্যাপচার করার দক্ষতাকে আরেকটু বাড়িয়ে দিবে এই স্মার্ট ফোন।

অন্যান্য ফিচার সমূহঃ

এটি IP65/68 সার্টিফাইড হওয়ায় এটি পানিরোধী (Waterproof), ধুলা-বালী প্রতিরোধী (Dust Resistance). এর সামনে এবং পেছনে উভয়পাশে দেয়া হয়েছে Corning Gorilla Glass 6.

মাল্টিটাস্কিং এর বেলায় বাড়তি সুবিধা যোগ করতে এতে থাকছে ডুয়াল স্ক্রিন বা স্প্লিট স্ক্রিন সুবিধা। এটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। Xperia 5 II WiFi 6 সার্টিফাইড হওয়ায় এতে নেটওয়ার্ক ল্যাটেন্সি খুবই কম হবে বলে কম্পানিটি দাবি করেছে।

এতে ডুয়াল সিম সাপোর্ট করবে হাইব্রিড স্লোট থাকায়। ফোনটির ওজন বলা হয়েছে ১৬৩ গ্রাম।

আরও পড়ুনঃ Huawei Nova 7 SE , বাজারে আসছে-নতুন-রূপে।

Related Articles

Back to top button