Tech Tips & TricksOthersPC HelpSoftwareTech News

প্রয়োজনীয় কিবোর্ড শর্টকাট Free 12 Keyboard Tricks

প্রয়োজনীয় কিবোর্ড শর্টকাটঃ

আমরা যে বা যারা কিবোর্ড/ডেস্কটপ/ল্যাপটপ ব্যবহার করি তাদের কাছে মাউস এবং কিবোর্ড বিষয়টা অতি প্রয়োজনীয় একটি বস্তুই বটে । যারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করি তারা অনেকেই মাউস দিয়ে অনেক কাজ করি । কিন্তু কিবোর্ড দিয়েও অনেক কাজ করা যায় যা আমাদের কাছে অজানা । এখান জেনে নিন ১২ টি প্রয়োজনীয় কিবোর্ড শর্টকাট ।

বন্ধ ট্যাব পুনরুদ্ধার

ভুল করে কোন ট্যাব কেটে বা বন্ধ করে ফেলছেন? জরুরী কিছু ছিল? ব্যাক আনতে চাচ্ছেন? সিম্পলি Ctrl + Shift + T একসাথে চাপ দিন। ম্যাক ইউজার হলে Cmd + Shift + T ধরুন।

বের করুন Wi-Fi পাসওয়ার্ড

Windows হলে প্র‍থমে Network and Sharing Center এ যাবেন এবং Right ক্লিক করুন Wi-Fi Network Connection Icon এ চাপ দিন এরপর Wireless Properties এ আসেন। Show Characters Box এ ক্লিক করুন এবং Wi-Fi এর পাসওয়ার্ড দিন। ম্যাক ব্যবহারকারী হলে বলে রাখা ভাল আপনার সব পাসওয়ার্ড Keychain অ্যাপ এ স্টোর করে রাখা আছে। Spotlight দিয়ে Keychain Access এ যান। এরপর সেটি ওপেন করুন এবং আপনার Wi-Fi নেটওয়ার্ক যেই নামে সেটায় চাপ দিন। তারপর ডাবল ক্লিক করুন এবং চেক বক্স এ Show your password (যদিও OS Level Password এর প্রয়োজন হবে) ক্লিক করুন।

ইউটিউব কিবোর্ড শর্টকাটস

YouTube Shortcuts
YouTube Keyboard Shortcuts

আমরা অনেকেই স্পেসবারে চাপ দিয়ে ইউটিউব ভিডিও pause করে থাকি কিন্তু মাঝেমধ্যে এটি কাজ কাজ করে না। তাই এর পরিবর্তে K তে চাপ দিন। দেখুন কাজ হয়েছে। K তে চাপ pause এর জন্য, J তে চাপ দিয়ে ১০ সেকেন্ড ব্যাকওয়ার্ড আনা যাবে, L তে চাপ দিলে ১০ সেকেন্ড ফরওয়ার্ড করা যাবে এবং M এ চাপ দিয়ে mute করা যায়। এটি কিবোর্ড শর্টকাট এর ভিতর গুরুত্বপূর্ণ একটি টেকনিক ।

Undo/Redo করুন

কোন কিছু undo করতে চান? আপনারা অনেকেই জানেন সেটা। না জানলে জেনে নিন Ctrl + Z করে কোন কিছু ব্যাক আনতে পারেন আবার যা যা Undo করেছেন সেটি Redo করতে চাইলে Ctrl + Y এ চাপ দিন। চাইলে ম্যাক ইউজাররাও এভাবেই করতে পারে।

Clipboard ম্যানেজ

কোন কাজ করার সময় অনেক কিছুই কপি করা রাখার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে Clipboard ম্যানেজ করতে পারেন। উইন্ডোজের জন্য ClipClip এবং ম্যাকের জন্য Flycut ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুনঃ টুইটার লঞ্চ করল Fleets,24 ঘন্টা পর পর মুছে যাবে!

Night Mode এনাবল

আমরা অনেকেই রাতে যারা কাজ করি তারা চাইলে একটা টেকনিক ব্যবহার করা যেতে পারে ছোট একটা সফটওয়্যার ইউজ করে আর ম্যাক ইউজাররাও একইভাবে সেটি ব্যবহার করতে পারবেন। আমাদের কাছে F.lux ভাল মনে হয়েছে।

টেক্সটকে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট

সাবস্ক্রিপ্টের জন্য Ctrl + = চাপ দিন এবং Ctrl + Shift + = সুপারস্ক্রিপ্টের জন্য ব্যবহার করতে পারেন। প্রয়োজনীয় কিবোর্ড শর্টকাট এর ভিতর এটি তুলনামূলক অজানা বা অপ্রচলিত একটি টেকনিক ।

রানিং উইন্ডো/ট্যাব বন্ধ

বারবার X বাটন চাপ দিতে দিতে বিরক্ত? Ctrl + W এ চাপ দিন। যেই ট্যাবে আছেন সেটি থেকে বের হয়ে যাবে।

Ctrl + W
Press Ctrl + W

এক লাফে এড্রেসবার

ব্রাউজারের যেকোন স্থান থেকে এক লাফে এড্রেসবারে যেতে চান? Ctrl + L এ চাপ দিন পারতেছেন না? Alt + D একসাথে ধরুন! এটাও সম্ভব না? শুধু F6 এ চাপ দিন।

লিংক কপি

রাইট ক্লিক এ চাপ দিলে লিংক কপি করা যায় কিন্তু কিবোর্ড দিয়ে করতে চান? সিম্পলি E এ চাপ দিন।

প্রাইভেট ব্রাউজিং

Ctrl + Shift + N এ চাপ দিলে ক্রোম ব্রাউজারে একটি প্রাইভেট ইউন্ডো ওপেন হবে। ফায়ারফক্সে বা ইন্টারনেট এক্সপ্লোরার এ কাজ করতেছে না? Ctrl + Shift + P এ চাপ দিন এটি কিবোর্ড শর্টকাট এর ভিতর এটি ব্যাপক প্রয়োজনীয় ট্রিক ।

জুম ইন, রিসেট জুম

Zoom In & Zoom Out
Zoom In বা Zoom Out করুন Ctrl + / Ctrl –

Ctrl + এ চাপ দিলে জুম ইন হবে এবং Ctrl – এ চাপ দিন জুম আউট হবে। ম্যাক ইউজার? Cmd + এ চাপ দিন জুম ইন করতে আর Cmd – এ একসাথে ক্লিক করুন জুম আউট হবে। ডিফল্ট জুম লেভেলে যেতে চাচ্ছেন? Ctrl + 0 এ যান (ম্যাক ইউজার হলে Cmd + 0) কাজ হয়ে যাবে।

১২টি প্রয়োজনীয় কিবোর্ড শর্টকাট সম্পর্কে আপনারা জানতে পেরেছেন । আশা করি আপনারা এই শর্টকাটগুলোকে কাজে লাগাবেন । আর আপনার কাছে ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং টেক হান্টের পাশে থাকবেন ।

Related Articles

Back to top button