Tech NewsGadgetsOthersSoftwareTech Tips & Tricks

Samsung Galaxy S21 এর সাথে থাকবেনা চার্জার, Earphones

iPhone 12 Series এর সাথে চার্জার ও EarPods না দেয়ার ঘোষণা দেয় চলতি মাসে। ঠিক এর কিছুদিন পরই গুঞ্জন শোনা যাচ্ছে যে, “Samsung ও তাদের Galaxy S21 স্মার্টফোনের সাথে চার্জার দিবে না 

দক্ষিন কোরিয়ার মিডিয়া দাবী করছে যে Galaxy S21 এর সাথে earphones ও দেয়া হবে না। ChosunBiz নামক ইন্ডাস্ট্রি থেকে এই গুঞ্জনটি এসেছে।

স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোন গুলোতে USB-C AKG earphones এবং 25W এর charging brick দিয়ে থাকে। যদিও বেশিরভাগ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো বক্সের সাথে ইয়ারফোন দেয়া বন্ধ করে দিয়েছে বেশ আগেই, কিন্তু স্যামসাং তাদের মতো এই কাজ করেনি।

তবে দক্ষিন কোরিয়ান মিডিয়ার দাবী করা এই গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে Samsung সামাজীক যোগাযোগ মাধ্যমে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পরতে যাচ্ছে। কারণ, apple যখনই ঘোষণা দেয় তাদের iPhone 12 সিরিজের সাথে চার্জার না দেয়ার, তখনই Samsung এর অফিসিয়াল ভ্যারিফাইড ফেইসবুক পেইজে একটি পোস্ট করেন চার্জার এর ব্যাপারে। সেখানে স্পষ্ট লিখে যে তারা একটি স্মার্টফোনের সাথে যা যা প্রয়োজন তার কিছুই বাদ দেয়নি।

Samsung-Galaxy-S21

যেখানে অ্যাপল আপনাকে বাধ্য করছে আলদা করে চার্জার কিনতে, সেখানে স্যামসাং ব্যবহার করে আসছে USB-C পাওয়ার এডাপ্টার।

আরও পড়ুনঃ MX Player এ দেখা যাবে YouTube Video

আসোলে আমাদের খুব বেশিদিন অপেক্ষা করতে হবেনা এটা জানার জন্য যে, স্যামসাং আসোলেই তাদের ফ্ল্যাগশিপ ফোন গুলোর বক্সে চার্জার দেয়া বন্ধ করে দিচ্ছে কি না, কারণ স্যামসাং খুব দ্রুতই লঞ্চ করতে যাচ্ছে Samsung Galaxy S21 সাথে Android 11 ভিত্তিক One UI 3.1 থাকবে।

Related Articles

Back to top button