Tech Tips & TricksPC HelpTech News

Facebook Single Name, ফেসবুকে একটি নাম ব্যবহার করবেন যেভাবে (2020)

আমাদের মধ্যে অনেকেই আছি যারা তাদের ফেসবুকে প্রোফাইলে শুধু ডাক নাম ব্যবহার করতে ইচ্ছুক, Facebook Single Name বলে পরিচিত অনেকটা।

আজকে আমরা দেখাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার নিজের প্রোফাইলের নাম কোনো পেইজ এর মতো রাখতে পারবেন, যেমন: DEMIC কিংবা এরকম করে প্রোফাইল নেম দিতে পারেনঃ Ripon.

এর জন্য প্রয়োজন একটি VPN Software, যেটি দিয়ে আপনি Indonesia সিলেক্ট করতে পারবেন, আর একটি সচল ফেসবুক একাউন্ট। আপনার কাছে যদি Nord VPN না থাকে, তাহলে অন্য যেকোনো একটি VPN খুঁজে নিন যা দিয়ে Indonesia কানেক্ট করা যায়। আমার সাজেশন থাকবে NORD VPN না পেলে Avira Phantom VPN ব্যবহার করার জন্য।

বাকি প্রসেস খুব সহজে বুঝিয়ে দেয়া হয়েছে নিচের এই ভিডিও তে, কিভাবে Facebook Single Name বানাবেন। ভিডিও টি দেখে নিন।

আশা করছি ভিডিও টি দেখে আপনি সফল ভাবে আপনার ফেইসবুক নাম পরিবর্তন করতে পেরেছেন। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে দেয়ার।
অথবা আমাদের ফেইসবুক পেইজে ম্যাসেজ করুন।

আরও পড়ুনঃ NID Card – এর মেয়াদ শেষ হয়ে গিয়েছে? ডাউনলোড করে নিন অসীম মেয়াদের জাতীয় পরিচয়পত্র! (2020)

Related Articles

Back to top button