Tech NewsGamingPC HelpSoftwareTech Tips & Tricks

Infinix Hot 10 লঞ্চ হল Helio G70 চিপসেট নিয়ে

চাইনিজ ব্র‍্যান্ড Infinix, বের করল তাদের হট সিরিজের নিউ ফোন Infinix Hot 10.

হ্যান্ডসেটটি মার্কেটে পাওয়া যাবে ৩ টি ভ্যারিয়ান্টে যা হল ৪ জিবি + ৬৪ জিবি, ৪ জিবি + ১২৮ জিবি এবং ৬ জিবি + ১২৮ জিবি। দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১২৭ ডলার, ১৪৫ ডলার এবং ১৫৭ ডলারে যা পাকিস্তানি রুপিতে কনভার্ট করলে ২০,৯৯৯ রুপি,২৩,৯৯৯ রুপি এবং ২৫,৯৯৯ রুপিতে। ৩১ অক্টোবর এর আগ পর্যন্ত ডিস্কাউন্ট থাকছে প্রায় ডলার কিংবা ১০০০ পাকিস্তানি রুপির মত।

২৮ সেপ্টেম্বর থেকেই পাকিস্তানে পাওয়া যাবে ফোনটি। ফোনটি বাজারে ৪ টি কালারে পাওয়া যাবে যা হচ্ছে Obsidian Black,Amber Red,Moonlight Jade এবং Ocean Wave এই কালারগুলোতে।

Infinix Hot 10

Infinix Hot 10 এর স্পেসিফিকেশন:

সদ্য লঞ্চ হওয়া ফোনটির আগের ভার্সন Hot 9 ছিল সফল। তার ই বহি:প্রকাশ নিউ ভার্সন। যদিও ফোনটির সিংহভাগ ফিচার গত মাসেই লিক হয়ে গিয়েছিল।

ফোনটি চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G70। আছে ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন হিসাবে আছে ৭২০*১৬৪০ পিক্সেল।, টিএফটি এলসিডি প্যানেল।

আরও পড়ুনঃ Ninite – এক ক্লিকে ডাউনলোড করুন অনেক গুলো সফটওয়্যার

ফোনটিতে রেয়ার ক্যামেরা হিসেবে থাকছে ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার সাথে এফ,২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং এ আই লেন্স। সাথে আছে ফিংগারপ্রিন্ট সেন্সর ও। এছাড়া সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে রয়েছে দরকারি প্রায় সব সেন্সর যেমন গ্রাভিটি সেন্সর,জাইরোস্কোপ,লাইট সেন্সর এবগ প্রোক্সেমিটি সেন্সর কিন্তু নেই কম্পাস। অপরদিকে এটি সাপোর্ট করবে ৫১২ জিবি মাইজ্রো এসডি কার্ড, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ৫, ব্লুটুথ ৫.০, ৩.৫ হেডফোন জ্যাক এবং ডিটিএস অডিও।

উল্লেখ্য করার মধ্যে আছে এর বিশাল সাইজের ৫২০০mAh এর ব্যাটারি কিন্তু নেই ফাস্ট চার্জিং সুবিধা। Infinix Hot 10 তে থাকছে এন্ড্রোয়েড ১০ এর উপর বেইজড করা XOS 7.0 অপারেটিং সিস্টেম।

এক নজরে দেখে নিন এর Key Features:

  • Chipset: Mediatek Helio G70 (12nm)
  • Display: 6.78 inches,720*1640 pixels
  • Battery: 5200 mAh
  • OS: Android 10
  • Storage: 64 GB,128 GB
  • Primary Camera: Quad 16 MP (wide), 2 MP (macro) & 2 MP (depth)
  • Secondary Camera: 8 MP
  • Port: microUSB 2.0
  • Bluetooth: 5.0
  • Network: 2G,3G,4G
  • Ram: 4 GB,6 GB
  • Fingerprint Sensor

কেমন লাগল ফোনটি আপনার কাছে? জানিয়ে দিন কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুদের সাথে ।

আরও পড়ুনঃ ট্রাসে থাকা ফাইল 30 দিন পর নিজে থেকেই ডিলিট করে দিবে Google Drive

Related Articles

Back to top button