Tech NewsGamingPC HelpSoftwareTech Tips & Tricks

Mi 10T সিরিজের ছবি প্রকাশ যা শ্রীঘই লঞ্চ হবে থাইল্যান্ডে।

গত বছরের Mi 9T এবং Mi 9T Pro লঞ্চের পর ব্যাপক সাড়া পেয়ে এবার শাওমি নিয়ে এলো আপগ্রেড ভার্সন Mi 10T. যদিও ধারণা করা হচ্ছিল ফোনগুলা ইন্টারন্যাশনাল মার্কেট সহ ইউরোপের দেশগুলোতে লঞ্চ হবে সে তালিকায় এবার যুক্ত হল থাইল্যান্ড ও।

এই তথ্য পাওয়া যায় একটি ছবি থেকে যেটি কিনা একটি দোকানের ভিতর থেকে তোলা হয়েছিল ধারণা করা হচ্ছে সম্ভবত সেটি মি এর হোম স্টোর। Sudhanshu Ambhore নামক ভদ্রলোকের টুইটার থেকে Mi 10T সিরিজের সেই লম্বা ডিসপ্লে ওয়ালা ফোনের ছবিটি পাওয়া যায়।

এই ছবি দিয়ে নিশ্চিত হওয়া যায় ফোনটির ডিজাইন সম্পর্কে এবং এটি সাপোর্ট করবে ৫জি ও। যেমনটা দেখা যাচ্ছে যে, Mi 10T/Mi 10T Pro তে রয়েছে ফ্ল্যাট একটি ডিসপ্লে সাথে স্ক্রিনের বাম পাশের পাঞ্চ হোল। ফোনটিতে থাকছে ৪ টি ব্যাক ক্যামেরা এবং ফোনটি পাওয়া যাবে ২ টি ভ্যারিয়ান্টে (একটি সাদা এবং আরেকটা কালো)।

Mi 9T and Mi 9T Pro দুইটি ডিভাইস ই থাইল্যান্ডের মার্কেটে পাওয়া গিয়েছিল। তাই থাইল্যান্ডের মার্কেটে Mi 10T টি লঞ্চ হবে এটা নিয়ে কোন প্রকার অবাক হওয়ার বিষয় আসলে থাকা উচিত না। এই মুহূর্তে শাওমি থাইল্যান্ড ওয়েবসাইটে Mi 9T Pro স্টক আউট হয়ে গিয়েছে। এমন কি Lazada, Shopee, and JD.com ঘুরেও পাওয়া যাচ্ছে না এই মডেলটি।
নতুন মডেল আসার কারণে হয়ত মার্কেট থেকে উঠিয়ে নেওয়া হয়েছে Mi 9T Pro কে।

Mi 10T তে থাকছে Snapgragon 865 প্রসেসর যার সাহায্যে অনেক সহজেই বোঝা যাচ্ছে যে এটি হতে যাচ্ছে শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোন যদিও Mi 9T তে Snapdragon 730 প্রসেসর যুক্ত ছিল। Mi 10T টি ৮ জিবি র‍্যাম,২৫৬ জিবি স্টোরেজ এবং ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা নিয়ে বাজারে রাজত্ব করার চেষ্টা করবে। প্রো ভার্সনটিতে Snapdragon 865 এর পাশাপাশি হাই রিফ্রেশ রেট যুক্ত এমোলেড ডিসপ্লে এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে।

আমাদের ধারণা অতি শ্রীঘই শাওমি তাদের নতুন স্মার্টফোনগুলোর লঞ্চ ডেট প্রকাশ করবে।

নিউজটি শেয়ার করে জানিয়ে দিন আপনাদের বন্ধুদেরকেও !

আরও পড়ুনঃ অফিসিয়াল ঘোষণার আগেই Vivo V20 এবং Vivo V20 SE ফিচার প্রকাশ।

Related Articles

Back to top button