Tech NewsGamingOthersSoftwareTech Tips & Tricks

POCO C3 আসছে ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা নিয়ে !

৬ অক্টোবর দুপুর ১২ টায় (ভারতে) লঞ্চ হতে যাচ্ছে শাওমির সাব ব্র‍্যান্ড পোকোর নতুন স্মার্টফোন POCO C3। বিশ্বস্তসূত্রে জানা গেছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে বাজারে আসবে এই সুন্দর ডিভাইসটি।

সম্প্রতি POCO ইন্ডিয়ার টুইটার একাউন্ট থেকে নতুন একটি টিজার রিলিজ করা হয়েছে POCO C3 ফোনটির যেখানে ক্যামেরা মডিউল থাকছে একদম উপরের বাম দিকে। এটিতে থাকছে ১৩ মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ। মেইন সেন্সর এর পাশাপাশি আছে মাইক্রো সেন্সর এবং ডেপথ সেন্সর ও।

পোকোর ব্র‍্যান্ডিং থাকছে ক্যামেরা মডিউল এর নিচে। দেখার বিষয় হচ্ছে মেইন প্রোডাক্টে এই ব্র‍্যান্ডিং থাকছে কি না! ৬ তারিখ লঞ্চ কিরার আগে মাইক্রো সাইটে আরো নতুন নতুন ফিচার দেখা যাবে POCO C3 স্মার্টফোনের।

লিক হওয়া কিছু ছবির মাধ্যমে জানা যায় ফোনটিতে থাকছে ৪ জিবি র‍্যাম সাথে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যার মূল্য ১০,৯৯৯ রুপি(১৫০ ডলারের আশেপাশে)। কিন্তু অনুমান করা যাচ্ছে সেলিং প্রাইস হিসেবে এটির দাম থাকবে ৯,৯৯৯ রুপি(১৩৬ ডলারের আশেপাশে) আরো জানা যায় ফোনটি Redmi 9C এর নতুন সংস্করণ।

POCO C3

Redmi 9C তে ছিল ৬.৫৩ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল,Helio G35 চিপসেট এবং 5000 mAh ব্যাটারি। ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল (ডেপথ সেন্সর) + ২ মেগাপিক্সেল (মাইক্রো সেন্সর) থ্রিপল ক্যামেরা সিস্টেম। এর পাশাপাশি ৫ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা থাকছে ডিভাইসটিতে যার সাথে বোনাস হিসেবে আছে রেয়ার ফেসিং ফিংগারপ্রিন্ট সেন্সর।

আরও পড়ুনঃ 2020 তে এসে Huawei বাংলাদেশে কমিয়ে দিল তাদের স্মার্টফোনের ব্যবসা।

Related Articles

Back to top button