Tech NewsSoftwareTech Tips & Tricks

ভারতে রিলিজ হলো redmi 9i

গতমাসেই ভারতে এন্ট্রি লেভেল এর স্মার্ট ফোন redmi 9A রিলিজ করা হয়। যার মূল্য ছিলো ৬,৮০০ রুপী। প্রায় একই স্পেকস নিয়ে আজ ভারতের বাজারে রিলিজ হলো Redmi 9i. শুধুমাত্র র‍্যাম আর রোমে কিছুটা আপগ্রেড থাকছে এতে।

Redmi 9i এর স্পেসিফিকেশন্সঃ

দ্যা নিউ রেডমি নাইন আই বাজারে এসেছে ৬.৫৩ ইঞ্চির ডিসপ্লে নিয়ে, সাথে রয়েছে ওয়াটার ড্রপ নচ। ৭২০ x ১৬০০ রেজ্যুলেশনের HD ডিসপ্লে, যার আসপেক্ট রেশিও হচ্ছে ১৬ঃ৯ । ফোনটিতে দেয়া হয়েছে Helio G25 বাজেট গেমিং চিপসেট।

LPDDR4x ৪জিবি র‍্যামে পাওয়া যাবে এই Redmi 9i. ROM বা ইন্টারনাল স্টোরেজ হিসেবে এতে দুটি ভ্যারিয়েন্ট থাকছে যথাক্রমে ৬৪ জিবি ও ১২৮ জিবি। Redmi 9A এর সাথে মূল পার্থক্যটা এখানেই। 9A পাওয়া যেত ২/৩২জিবি আর ৩/৩২জিবি ভ্যারিয়েন্ট।

Redmi 9A এর মতো একই স্পেক নিয়ে ভারতের বাজারে লঞ্চ হয়েছে Redmi 9i
Redmi 9A এর মতো একই স্পেক নিয়ে ভারতের বাজারে লঞ্চ হয়েছে Redmi 9i

Redmi 9A এর মতো এতেও থাকছে Android 10 এর সাথে MIUI 12. স্টোরেজ বৃদ্ধি করার জন্য এতে থাকছে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লোট।

আরও পড়ুনঃ মিড রেঞ্জ বাজেটে POCO,Motorola,Realme এর তুমুল যুদ্ধ

এতে রয়েছে ৫ মেগাপিক্সেল এর ফ্রোন্ট ক্যামেরা, এবং প্রাইমারি ক্যামেরায় থাকছে ১৩ মেগাপিক্সেল। ফোনটিতে থাকছে বিশালাকার ৫,০০০ mAh এর ব্যাটারি, সাথে রয়েছে ১০ ওয়াট এর চার্জার। এতে রয়েছে দুইটি সিম কার্ড স্লোট, 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 5.0, GPS, microUSB, একটি 3.5mm audio jack, এবং P2i splash-resist করার জন্য ন্যানো কোটিং।

Redmi 9i এর মূল্যঃ

৪/৬৪ জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে ৮,২৯৯ রুপি (প্রায় ১১৩$ সমতুল্য)

৬/১২৮ জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে ৯,২৯৯ রুপি (প্রায় ১২৬$ সমতুল্য)

সেটটি পাওয়া যাবে ৩টি কালারে, যথাক্রমে ন্যাচার গ্রীন, সী ব্লু ও মিডনাইট ব্ল্যাক । এর বিক্রয় শুরু হবে ১৮ সেপ্টেম্বার থেকে।

আরও পড়ুনঃ Realme Watch Vs Amazfit Bip S – কোনটি কিনবেন?

Related Articles

Back to top button