Software Uninstall হচ্ছেনা? দেখে নিন সমাধান!

অনেক সময় রেজিস্ট্রি কি করাপ্টেড হওয়ার কারনে সহজে Software Uninstall হতে চায় না। সফটওয়্যার গুলো Control Panel এ খুজেও পাওয়া যায় না।
এই পোস্টে দেখবো কিভাবে Registry Key এর মাধ্যমে Software Uninstall করতে হয়।

প্রথমে আপনি Windows + R একসাথে চাপুন। তাহলে run ওপেন হবে। এখানে লিখুন regedit এবং Enter চাপুন। আপনার সামনে অনেক গুলো হাবিজাবি লেখা আসবে যেগুলো আমাদের বোধগম্য নয়।
এবার, ঐ উইন্ডোটির উপরে দেখুন সার্চ বার রয়েছে, সেখানে নিচের কোডটি কপি করে বসিয়ে এন্টার চাপুনঃ ( ৬৪ বিট, তথা x64 bit সফটওয়্যার এর জন্য)
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Uninstall
আপনার অপারেটিং সিস্টেম ৬৪ বিটের কিন্তু সফটওয়্যারটি ৩২ বিটের (x84) হয়, তাহলে নিচের কোডটি কপি করে এন্টার বাটন চাপুনঃ
HKLM\SOFTWARE\Wow6432Node\Microsoft\Windows\CurrentVersion\Uninstall

এখানে যেই লেখা গুলো বা কোডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনার কম্পিউটারে ইন্সটল থাকা সকল সফটওয়্যার এর রেজিস্ট্রি কি। আপনি যেই সফটওয়্যারটি খুঁজছেন তার নাম দেখুন আছে কি না, যদি না থাকে তাহলে প্রতিটাতে একবার করে ক্লিক করে করে দেখুন, ডান পাশে ঐ সফটওয়্যার এর নাম দেখাবে। উদাহরণ হিসেবে আমি যেই সফটওয়্যারটি বেছে নিয়েছি, সেটিরও লিখিত নাম নেই, কোড রয়েছে। নিচে স্ক্রিনশট দেখানো হলোঃ

সঠিক রেজিস্ট্রি কি কিংবা সফটওয়্যার এর নাম সিলেক্ট করার পর ডান পাশ থেকে UninstallString এই লেখাটি খুঁজে বের করে তাতে ডাবল ক্লিক করুন।

এখান থেকে Value Data এর ঘরে থাকা কোডটি সম্পূর্ণটি কপি করুন। (স্ক্রিনশটে দেখানো হয়েছে)
এবার Command Prompt টি ওপেন করুন। এর জন্য Start এ ক্লিক করে কিংবা windows বাটনটি চেপে তারপর cmd লিখে এন্টার চাপুন। এখানে কপি করা সেই Value Data টি পেস্ট করুন এবং এন্টার চাপুন।

এভাবেই আপনি আপনার করাপ্টেড সফটওয়্যার বা যেসব সফটওয়্যার আনিন্সটল হচ্ছেনা কিংবা কন্ট্রোল প্যানেলে খুঁজে পাচ্ছেন না, সেগুলো রেজিস্ট্রি কি এর মাধ্যমে খুব সহজেই আনইন্সটল করতে পারবেন।